নব নালন্দা মহাবিহার

ভারতের বিহার রাজ্যের একটি পরিগণিত বিশ্ববিদ্যালয়

নব নালন্দা মহাবিহার ভারতের বিহার রাজ্যের নালন্দায় অবস্থিত একটি প্রতিষ্ঠান। ১৯৫১ সালে রাজেন্দ্র প্রসাদের উদ্যোগে প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র নালন্দা মহাবিহারের পুনরুজ্জীবন কল্পে এই মহাবিহারটি স্থাপিত হয়। ২০০৬ সালে এটি পরিগণিত বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়।[১][২][৩][৪]

নব নালন্দা মহাবিহার
ধরনসরকারি, পরিগণিত বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৫১
আচার্যমহেশ শর্মা, পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী
উপাচার্যবৈদ্যনাথ লাভ
অবস্থান, ,
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

নব নালন্দা মহাবিহার প্রাচীন নালন্দা মহাবিহারের আদলে পালি ও বৌদ্ধধর্মের উচ্চতর অধ্যয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই, ইনস্টিটিউটটি একটি আবাসিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে, যেখানে সীমিত সংখ্যক ভারতীয় এবং বিদেশী ছাত্র ছিল।

শিক্ষা সম্পাদনা

NNM পালি, দর্শন, প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব, তিব্বতি অধ্যয়ন, হিন্দি, সংস্কৃত এবং আরও অনেক বিষয়ে ডিগ্রী, সার্টিফিকেট, ডিপ্লোমা এবং গবেষণা কোর্স করানো হয়।

ক্যাম্পাস সম্পাদনা

মহাবিহারের বর্তমান ক্যাম্পাসটি পাটনা মহানগর থেকে প্রায় ১০০ কিমি দূরে, ঐতিহাসিক হ্রদ ইন্দ্রপুসকরানীর দক্ষিণ তীরে অবস্থিত। উত্তর তীরের কাছেই প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ রয়েছে ।

২০২১ সালে ভারতের প্রথম বৈশ্বিক বৌদ্ধ সম্মেলনের সময় দলাই লামা বিশ্ববিদ্যালয়ের দুটি নতুন ভবনের উদ্বোধন করেন।[৫]

আরো পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Deemed University ,Bihar"University Grants Commission (India)। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 
  2. Nalanda, Past and Present: Silver Jubilee Souvenir। Nava Nalanda Mahavihara। ১৯৭৭। পৃষ্ঠা 140। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 
  3. "Xuanzang's Bihar pilgrimage pics go online"The Times of India। ১৮ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 
  4. "Manhunt on to trace stolen image of Mahavira; Jains shocked"The Times of India। ২৯ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 
  5. "His Holiness the Dalai Lama inaugurates Nagajurna Faculty Building at Nav Nalanda Mahavihara"India Education | Latest Education News | Global Educational News | Recent Educational News (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা