নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরসভার ০২ নং ওয়ার্ডে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা বিভাগের অধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[১]

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট
নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস
অবস্থান

স্থানাঙ্ক22.421024, 90.553611
তথ্য
ধরনকারিগরি
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
বিদ্যালয় জেলাপটুয়াখালী জেলা
অধ্যক্ষরওশন আরা মুন্নি
ওয়েবসাইটnabarun.edu.bd

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট ২০১১ সালে বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরসভার ০২ নং ওয়ার্ডে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র ইনস্টিটিউটে বর্তমানে চারটি টেকনোলজী চলমান। টেকনোলজীগুলো হলো-

  1. ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং
  2. ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
  3. ডিপ্লোমা ইন কম্পিটার ইঞ্জিনিয়ারিং
  4. ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং [২]



অবকাঠামো

সম্পাদনা

তিনতলা অ্যাকাডেমিক কাম প্রশাসনিক ভবন, ২০ শয্যার চারতলা একটি ছাত্রাবাস, ১০ শয্যার একতলা একটি ছাত্রীনিবাস। এছাড়া তৈরি হয়েছে অভ্যন্তরীণ রাস্তা, প্রধান ফটক এবং সীমানা প্রাচীর।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

নবারুণ সার্ভে ইনস্টিটিউট