নতুন শরাইঘাট সেতু বা শরাইঘাটের দ্বিতীয় সেতু অসমের উত্তর ও দক্ষিণ পার সংযোগী একটি পথ সেতু।[১] এই সেতুটি পুরানো শরাইঘাট সেতুর কাছে ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত। এটি ব্রহ্মপুত্রের উত্তর পারের আমিনগাঁও এবং দক্ষিণপারের পাণ্ডুর মাঝে সংযোগ স্থাপন করেছে। এর নির্মানকার্য ২০০৭ সালে আরম্ভ হয়েছিল। এর মোট দৈর্ঘ্য ১,৪৯৩.৫৯ মিটার তথা মোট ব্যয় প্রায় ₹৪৭৫ কোটি।

নতুন শরাইঘাট সেতু
শরাইঘাটের দ্বিতীয় সেতু
নতুন শরাইঘাট সেতু (বাঁদিকে) ও শরাইঘাট সেতু (ডানদিকে)
স্থানাঙ্ক ২৬°১০′৩১″ উত্তর ৯১°৪০′১৯″ পূর্ব / ২৬.১৭৫৩৯° উত্তর ৯১.৬৭১৯৭° পূর্ব / 26.17539; 91.67197
বহন করেগাড়ী
অতিক্রম করেব্রহ্মপুত্র নদ
স্থানপাণ্ডুআমিনগাঁও, অসম, ভারত
রক্ষণাবেক্ষকপথ পরিবহন ও রাজমার্গ মন্ত্রণালয়, ভারত সরকার
বৈশিষ্ট্য
নকশাবিম ব্রীডজ্
মোট দৈর্ঘ্য১.৪৯ কিঃমিঃ (০.৯৩ মাইল)
প্রস্থ১২.৯ মিটার (৪২ ফুট)
ইতিহাস
নির্মাণ শুরু২০০৭
নির্মাণ শেষ২০১৬
চালু২৮ জানুয়ারি ২০১৭
অবস্থান
মানচিত্র

তিন লেন যুক্ত এই সেতু ২০১৭ সালের ২৮ জানুয়ারি তারিখে কেন্দ্রীয় পথ পরিবহন ও রাজমার্গ মন্ত্রী নিতিন গড়করি সরকারিভাবে উদ্বোধন করেন। উদ্বোধন কার্যসূচীতে কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাঁই, অসম সরকারের উদ্যোগ ও পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, গড়কাপ্তানী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত উপস্থিত ছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা