নজির হোসেন

বাংলাদেশি রাজনীতিবিদ
(নজির হোসাইন থেকে পুনর্নির্দেশিত)

নজির হোসেন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একজন রাজনিতিবিদ। তিনি জাতীয় সংসদের ২২৪নং আসন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে ১৯৯১ সালে সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৫ অক্টোবর ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। পরে ফেব্রুয়ারি ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩]

নজির হোসেন
সুনামগঞ্জ-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীবদরুদ্দোজা আহমেদ সুজা
উত্তরসূরীনিজে
সংসদ সদস্য
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬
পূর্বসূরীনিজে
উত্তরসূরীসৈয়দ রফিকুল হক
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১ – ২০০৮
পূর্বসূরীসৈয়দ রফিকুল হক
উত্তরসূরীমোয়াজ্জেম হোসেন রতন
ব্যক্তিগত বিবরণ
জন্মসিলেট
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (১৫ অক্টোবর ১৯৯৩ সালের পূর্বে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পেশারাজনীতিবিদ

জন্ম ও প্রাথমিক জীবনসম্পাদনা

নজির হোসেন ১৯৪৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জনাব মোঃ আব্দুল গণী ও সুয়েতুন নেছার ঔরসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এটি ঐতিহাসিক লাউর রাজ্যে কাগজী পরিবার নামে খ্যাত এক ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত বংশ। পঞ্চাশ দশক পর্যন্ত অত্র পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। বাবা ছিলেন একজন ধার্মিক মৌলানা এবং ছোট ঔষধ ব্যবসায়ী। নজির হোসেনের পত্নী সালমা আক্তার একজন ব্যাংকার। শিশুকাল থেকেই নজির হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, যার প্রথম জানান দেন পঞ্চম শ্রেণিতে স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়ে। দারিদ্রের কারণে সেই বাল্যকাল থেকেই টিউশনী করে পড়াশুনা চালিয়ে যান। অষ্টম শ্রেণি পাশের পর বাবা আর্থিক অস্বচ্ছলতার কারণে পড়াশুনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মা ছিলেন ছেলের পড়াশুনার পক্ষে, মায়ের কাছ থেকে চার আনা পয়সা চেয়ে নিয়ে সেই ১৯৫৭ সালে ভাগ্য এবং নিজের দৃঢ় মনোবলের উপর নির্ভর করে বাড়ী থেকে অজানার পথে বেরিয়ে পড়েন।

রাজনৈতিক ও কর্মজীবনসম্পাদনা

ছাত্রাবস্থায় নজির হোসেন ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন । ১৯৬৬ সালে তিনি সিলেট জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন । ১৯৬৮ সালে গোপন কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করে কঠোর অধ্যবসায়, পরিশ্রম ও সততার মাধ্যমে ১৯৬৯ সালে সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সদস্য নির্বাচিত হন । ৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন । ৬৯ সালের শেষের দিকে সুনামগঞ্জ জেলা সিপিবির দায়িত্ব লাভ করে দলকে সংগঠিত করতে সুনামগঞ্জ চলে আসেন।সুনামগঞ্জ মহকুমার গোপন কমিউনিস্ট সেলের প্রধান ছিলেন জনাব নজিরহোসেন ৷কমিনিষ্ট পার্টি ন্যাপ(মোঃ)ছাত্রইউনিয়ন(মতিয়া)ও কৃষক সমিতি পরিচালনা করতো ৷জনাব নজির হোসেন ১৯৭১ সুনামগঞ্জ সর্বদলীয় সংগ্রাম পরিষদের সহসম্পাক নিযুক্ত হন ৷জনাব নজির হোসেনর উদ্দোগে টেকেরঘাট গেরিলা জোনটি গড়ে ওঠে ৷ ১৯৭১ সালে জুনের প্রথম দিকে শিলং এর সানী হোটেলে কমরেড বরুণ রায়, পীর হাবিবুর রহমান, বাবু সুরঞ্জিত সেন গুপ্ত ও সরদার লতিফের উপস্থিতিতে গোপন কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তের আলোকে টেকেরঘাট সাব সেক্টর একটি গেরিলা যুদ্ধের জোন হিসেবে গড়ে ওঠে । বাবু সুরঞ্জিত সেন গুপ্ত সেক্টর কমাণ্ডার ও নজির হোসেন টেকেরঘাট সাব সেক্টরের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন । ১৯৭২ সালে তিনি সুনামগঞ্জ মহকুমা সিপিবির সাধারণ সম্পাদক এবং ১৯৭৪ সালে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন । ১৯৭৪ সালে ১৮ মাস ব্যাপী রাজনৈতিক পড়াশুনার জন্যে মস্কোতে ছিলেন । ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ৪ বছর আত্নগোপনে ছিলেন এবং মুস্তাক সরকার বিরুধী শশস্ত্র প্রতিরোধ যুদ্ধে সুনামগঞ্জ অঞ্চলের স্বার্বিক দায়িত্ব পালন করেন ৷  স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৫ সালে নিরাপত্তা আইনে ৬ মাস কারাবরণ করেন। সুনামগঞ্জের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নজির হোসেন ১৫ দলীয় জোটের নেতৃত্বের ভূমিকায় ছিলেন । জেলেদের অধিকার প্রতিষ্ঠায় ভাসান পানির আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন, তবে সাধারণ মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হন নি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ৫ম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি থেকে ৮ দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়ে নজির হোসেন প্রথম সাংসদ নির্বাচিত হন । তিনি পঞ্চম সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন ৷ আশির দশকের সোভিয়েত ইউনিয়নের গ্লাসনষ্ট, পেরেস্ত্রাইকা এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার ফলে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনেও এর প্রভাব পড়ে। নব্বই দশকের প্রথম দিকে সিপিবি ভাঙ্গতে শুরু করলে মূলদল থেকে গণফোরাম, আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলে সিপিবি'র নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেন । তখন নজির হোসেন বীর মুক্তিযোদ্ধা,স্বাধীনতার ঘোষক বাঙ্গালীর মুক্তি সংগ্রামের অন্যতম সেক্টর কমান্ডার ও হানাদার বাহিনীর ত্রাস, মুক্তি সংগ্রাম-কালীন গঠিত প্রথম ফোর্স জেড-ফোর্সের কমান্ডার, কালোরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা কোটি বাঙ্গালীর অকুল-পাথারে আশা-জাগানিয়া সেই বজ্র-কন্ঠ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়নের রাজনৈতিক দর্শনে অভিভূত হয়ে, বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ১৯৯৩ সালের ১৫ অক্টোবর বিএনপিতে যোগ দেন । তিনি প্রথমে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন । সভাপতি পদাধিকারবলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন । বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য। বিএনপিতে দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে গণমানুষের নেতা হিসেবে ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ও ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারি নেতা হিসেবে জনতার রায়ে ১,২৮,৪৪৮ ভোট পেয়ে আওয়ামীলীগের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান শ্রী সুরঞ্জিত সেন গুপ্তকে ৩২,৮৭৪ ভোটের ব্যবধানে পরাজিত করে বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নজির হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন । তিনি ৮ম সংসদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

নজির হোসেন এক সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা ছিলেন। জাতীয় সংসদের ২২৪নং আসন সুনামগঞ্জ-১ থেকে ১৯৯১ সালে সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। পরে ফেব্রুয়ারি ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩] জুন ১৯৯৬ সালের নির্বাচনে পরাজিত হন।[১][২][৩]

ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ১০ বছর সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ৫ বছর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও ২০০১ বিএনপি সরকারের আমলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]

২০০৭’এর ওয়ান ইলেভেনের সময় দলের সংস্কারপন্থি অংশের নেতা হিসাবে পরিচিতি পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে বহিস্কারও করা হয়। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-১ এই দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে পরাজিত হন। [৫][৬][৭]

ব্যক্তিগত জীবনসম্পাদনা

নজির হোসেন ১৯৬৩ ইং সনে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত প্রথম বিভাগে এস.এস.সি পাশ করেন । সে সময়ে প্রথম বিভাগ একমাত্র অনন্য মেধাবী ও চরম অধ্যবসায়ী ছাত্রেরাই পেতেন। অতঃপর সিলেট এম.সি কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচ.এস.সি এবং বি.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৬৭ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.এস.সি (গণিত) তে ভর্তি হন। সেদিনের সেই তুখোড় মেধাবী ছাত্র ফিরে আসেন আজকের জনগণপ্রিয়, সংগ্রামী জননেতা হিসেবে । বড় চাকরী করে নিজের ও পরিবারের ভাগ্যোন্নয়নের চেয়ে সমাজ বদলের রাজনীতিকে আঁকড়ে ধরেন। কারণ তিনি নিজের সাথে সবার ভাগ্য বদল করতে চেয়েছিলেন। নজির হোসেন আন্দোলন, সংগ্রাম, মেধা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে একেবারে তৃণমূল এবং সাধারণ মানুষের মাঝ থেকে উঠে আসা এক বিরল নেতা । তাঁর জীবন সংগ্রামের কাহিনী সে এক বৈচিত্রপূর্ণ আখ্যান।

নজির হোসেন সংসদ সদস্য থাকাকালীন ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগরে ব্যাপক উন্নয়ন সাধন করেন । তিনি টেকেরঘাট, বরছড়া, চারগাও এবং বাগলীতে শুল্ক স্টেশন গড়ে তোলেন । এতে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে । সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সকল জরুরী প্রকল্প সমূহকে একনেকভূক্ত করে অর্থায়নের ব্যবস্থা করেন । তিনি ধর্মপাশা কলেজ, বাদশাগঞ্জ কলেজ, তাহিরপুর বাদাঘাট কলেজ, তাহিরপুর জয়নাল আবেদীন কলেজ এবং মধ্যনগর কলেজিয়েট হাই স্কুল স্থাপন, জামালগঞ্জ কলেজকে ডিগ্রি করণ, ১৭টি নূতন জুনিয়র হাই স্কুল স্থাপন এবং ২৮টি হাই স্কুলের উন্নয়ন সাধন করেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিপ্লবঃ ১৩৮টি নূতন প্রাইমারী স্কুল রেজিষ্ট্রি করণ, ২৮৫টি প্রাইমারী স্কুলের উন্নয়ন, ১১টি এবতেদায়ী মাদ্রাসা এমপিও ভূক্তি করণ । ১৭টি কওমি মাদ্রাসা স্থাপন, ২৮টি মাদ্রাসার অর্থায়ন, ৩০০টি মক্তব প্রতিষ্ঠা । হাওর অঞ্চলের শিক্ষা ডিজাইন প্রবর্তন, ১০০ এর অধিক হাওড় ডিজাইনের প্রাইমারী স্কুলের উন্নয়ন । ২০০১ সাল থেকে আঞলিক সড়ক, ফিডার রোড, উপজেলা সড়ক, ডুবন্ত সড়ক, হাওড় পাড়ের সাইকেল রোড়, ইউনিয়ন সড়ক, গ্রাম সড়ক ইত্যাদি তাঁর আমলে চিহ্নিত করা হয় । উপজেলা সড়ক ২০টি, ইউনিয়ন সড়ক ৩৭টি, গ্রাম সড়ক ১৭৩টি এগুলি এলজিইডি রোড পরিকল্পনায় চিহ্নিত করে তিনি অর্থায়ন করেছেন । সুনামগঞ্জ- ১ এর মত পশ্চাৎপদ একটি অঞ্চলে সমস্যা গুলির গভীরতা অনুভব করে স্কুলঘর, আসবাবপত্র, টিউবওয়েল, স্যানিটেশন, বিদ্যুতায়নে তিনি বিশেষ উদ্দোগ গ্রহণ করেন । তিনি অনেক মাদ্রাসা-মক্তব, মসজিদ, মন্দির, কবরস্থান, শশ্নানঘাট, ব্রীজ-কালভার্ট গড়ে তোলেন । গরিব ছাত্রছাত্রী ও রোগীদের আর্থিক সাহায্য করেন । যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেন । রিজিওনাল হাইওয়ে, উপজেলা রাস্তা, ইউনিয়ন এবং গ্রামীণ রাস্তা চিহ্নিত করে সূদূর প্রসারী কৌশলের আওতায় অবকাঠামো উন্নয়ন কাজ করেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ-১ কে হাওর জোন হিসেবে চিহ্নিত করে জাতীয় উন্নয়ন কৌশল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল; নজির হোসেন অক্লান্ত পরিশ্রম করে সুনামগঞ্জ-১ কে জাতীয় উন্নয়ন কৌশলের অন্তর্ভুক্ত করেছেন । এখানেই নজির হোসেনের বিশেষত্ব যে তিনি সুনামগঞ্জ- ১ আসনের প্রানের স্পন্দন বুঝতে পারেন, বুঝতে পারেন কোথায়, কেন এবং কি করে এই হাওর জনপদকে অন্যান্য এলাকা থেকে আলাদা গুরুত্ব দিতে হবে । কারণ তাঁর রাজনৈতিক সংগ্রামের সিংহভাগ কেটেছে এই অবহেলিত জনপদকে সামনে নিয়ে যেতে । তাঁর সময়ে তিনি মাটির কাজের জন্য গম বরাদ্দ ও টাকার সংস্থান করেছেন । দৃষ্টি নন্দন প্রকল্প, আদর্শ গ্রাম প্রকল্প, কৃষককে ঋণ প্রকল্প, বেহেলী গ্রামের বিশেষ ঋণ প্রকল্প, কৃষিঋণ মওকুফ, গ্রামীণ স্যানিটেশন বাস্তবায়নে অবদান রাখেন। সর্বোপরি এমপি ব্যক্তিত্বকে জনগণের সম্পত্তিতে পরিণত করেছেন। তাঁর প্রজ্ঞা ও মেধা স্থানীয় ও দেশীয় বলয় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পলিসিকে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসতে ব্যাপকভাবে কার্যকরী হয়েছে । যেমন মালয়েশিয়ার শ্রমবাজার খোলে দেওয়া তাঁর একান্ত প্রচেষ্টায় সম্ভব হয় ৷ তিনি সৌদি সংসদ এবং বাংলাদেশ সংসদের মধ্যে মৈত্রিবন্ধন স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ শ্রমবাজার অন্বেষণে তিনি সংসদীয় টীম নিয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বহুদেশ ভ্রমণ করেন । তিনি স্পেনে অবৈধ বাংলাদেশীদের বৈধ করণে সহায়তা করেন । ৮ম সংসদে বেসরকারি সদস্যদের বিল প্রস্তাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তিনি প্রাথমিক শিক্ষা অবকাঠামোর ক্ষেত্রে হাওর ডিজাইনটি প্রস্তাব করেন এবং সংসদীয় কমিটিতে পাশ করান । তাঁর একক প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলায় চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাষ্টি অনুমোদন লাভ করে । তিনি রেডক্রস সোসাইটি এবং চেম্বার অব কমার্স সুনামগঞ্জ এর আজীবন সদস্য।

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অর্থনৈতিক জীবনমানের উন্নয়নের জন্য সারা জীবন তিনি জনমনে স্মরণীয় হয়ে থাকবেন। হাওরের ফসল রক্ষায় বহুমাত্রিক আন্তরিক প্রচেষ্টা ও বাঁধে বাঁধে পথসভা জনগণের প্রশংসা কুঁড়িয়েছে। যোগাযোগ, শিক্ষা, হাওর উন্নয়ন (বন্যা নিয়ন্ত্রণ, আগাম বন্যা প্রতিরোধ সহ) কৃষি, শিল্পায়ন, পর্যটন ইত্যাদি বিষয়ে তাঁর চিন্তাধারার রূপকল্প সারা নির্বাচনী এলাকার চেহারা একেবারেই পাল্টে দিতে পারে। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার উন্নয়ন কৌশল নিয়ে তাঁর গবেষণামূলক লেখা ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্দেশিকা হিসেবে কাজ করবে । অবকাঠামো নদী খনন, অকাল বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, পরিবেশ, প্রতিবেশ, জীব বৈচিত্র্য, শিল্পায়ন, পর্যটন, হাওর জীবনের বেঁচে থাকার কৌশল নিয়ে তাঁর সৃজনশীল গবেষণাধর্মী লেখনী আমাদের জনগণের পাথেয় হয়ে থাকবে। একদিকে তিনি আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, উজবেকিস্তান, ফ্রান্স, ইতালী, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাত সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে বিশ্ব-পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন । যার জন্যে তিনি পরিবর্তনশীল ও বিকশিত জীবনে বিশ্বাসী একজন মানুষ । অপরদিকে অকাল বন্যার সময় বাঁধে পড়ে থাকা, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকা, জনগণের বিপদ আপদে আর্থিক সাহায্য প্রদান, নির্যাতিতের পাশে দাঁড়ানো, ন্যায় বিচারের পক্ষে থাকা, সকলের টেলিফোন রিসিভ করা, ব্যক্তিগতভাবে মানুষের ঘরে ঘরে যাওয়া, কাজ প্রত্যাশিতদের কাজ করে দেওয়ার আন্তরিকতা, নিরঃঅহংকার, সাদাসিদে জীবন, দুর্নীতি ও অন্যায়ের প্রতি আপোসহীনতা প্রমাণ করে তিনি সব সময় মাটি ও মানুষের আপনজন । এটাই হলো তাঁর জীবনের বৈশিষ্ট্য । সততা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক তিনি । সেবাই তাঁর ধর্ম । তিনি বিশ্বাস করেন "সেবার মধ্যেই শান্তি, উৎসর্গে আত্মার তৃপ্তি"। সর্বোপরি নজির হোসেন জনগণের একান্ত বন্ধু । মুক্তিযুদ্ধ যার জীবনের গর্ব, সে কখনো শুধু একটা নাম হতে পারে না, তাই নজির হোসেন একটা গৌরবের ইতিহাস ও একটা প্রতিষ্ঠানের নাম।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "সুনামগঞ্জ-১: বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি নজির হোসেন"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 
  5. "বিএনপিতে ফেরার চেষ্টা করছেন নজির হোসেন"দৈনিক সুনামগঞ্জের খবর। ২৬ আগস্ট ২০১৬। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  6. "দ্বন্দ্ব ভুলে ভোটের মাঠে বঞ্চিতরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 
  7. "সুনামগঞ্জ-১ কেন্দ্রে ঐক্যফ্রন্ট প্রার্থীর ২৯ ভোট!"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 

বহিঃসংযোগসম্পাদনা