নজিপুর সরকারি কলেজ

নওগাঁ জেলার একটি সরকারি কলেজ

নজিপুর সরকারি কলেজ একটি সরকারি কলেজ যা রাজশাহী বিভাগের, নওগাঁ জেলার, পত্নীতলা উপজেলায় অবস্থিত। ময়েজ উদ্দিন মন্ডল ১৯৭৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।[১][২][৩] এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের (স্নাতক) সন্মান কোর্স পরিচালনা করে। এছাড়াও রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এটি উচ্চমাধ্যমিক কোর্স পরিচালনা করে।

নজিপুর সরকারি কলেজ
নীতিবাক্যশিক্ষাই শক্তি
ধরনসরকারি
স্থাপিত১৯৭৩
অধ্যক্ষসাইদুর রহমান
অবস্থান,
২৫°০৩′১১″ উত্তর ৮৮°৪৫′৪৮″ পূর্ব / ২৫.০৫২৯১৭° উত্তর ৮৮.৭৬৩৪৭২° পূর্ব / 25.052917; 88.763472
ওয়েবসাইটngcol.gov.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৭৯ সালে নজিপুর মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু করা এ কলেজটির একাডেমিক কার্যক্রম প্রথম দিকে নজিপুর উচ্চবিদ্যালয়ে শুরু হয়। ১৯৭৭ সালে ডি.বি.বি, রাজশাহী এর সাহায্যে নজিপুর সরকারি কলেজ তার নিজস্ব জমিতে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ৬ এপ্রিল ১৯৮৪ সরকারীকরণ করার জন্য গৃহীত হয় এবং ধীরে ধীরে তা ডিগ্রী কলেজে উন্নীত হয়। ৮ ডিসেম্বর ১৯৮৪ সালে জাতীয়করণের মাধ্যমে ১ জানুয়ারী ১৯৮৫ সালে এটি সরকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায় ।[২][৩]

গ্রন্থাগার

সম্পাদনা

নজিপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার কিছু সময় পর থেকেই এর গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় পরে এটিকে সমৃদ্ধ করা হয়। এখানে প্রায় ৩০০০ বই রয়েছে।

অনুষদসমূহ

সম্পাদনা
  • বিজ্ঞান শাখা
  • মানবিক শাখা
  • বাবসায় শাখা

ডিগ্রি পাস শাখা

সম্পাদনা
  • বিএ
  • বি এস এস
  • বি বি এস
  • বি এস সি

অনার্স

সম্পাদনা

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

বাংলা বিভাগ

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রসায়ন বিভাগ

হিসাববিজ্ঞান বিভাগ

ব্যবস্থাপনা বিভাগ

ইংরেজি বিভাগ

ভূগোল ও পরিবেশ বিভাগ

অর্থনীতি বিভাগ

গণিত বিভাগ

পদার্থবিজ্ঞান বিভাগ

প্রাণীবিদ্যা বিভাগ

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

আবাসিক হল

সম্পাদনা

নজিপুর কলেজ হোস্টেল নামে একটি আবাসিক ছাত্র হোস্টেল রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Principal,Nazipur Govt. college" 
  2. "Founder, History Of Nazipur College"। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪ 
  3. "পত্নীতলার নজিপুর সরকারি কলেজ"প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭