নগেন্দ্রনাথ গুপ্ত
একই নামের অপর ব্যক্তি নগেন্দ্রনাথ গুপ্ত (বিপ্লবী) সম্পর্কে জানতে দেখুন এখানে
নগেন্দ্রনাথ গুপ্ত | |
---|---|
জন্ম | ১৮৬১ |
মৃত্যু | ২৮ ডিসেম্বর ১৯৪০ |
নগেন্দ্রনাথ গুপ্ত (জন্ম: ১৮৬১ - মৃত্যু: ২৮ ডিসেম্বর ১৯৪০) একজন খ্যাতনামা সাংবাদিক, সাহিত্যিক এবং পত্রিকা সম্পাদক । নগেন্দ্রনাথ গুপ্ত বিহারের মোতিহারির বাসিন্দা ছিলেন তার আদি নিবাস বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হালিশহর । তার পিতার নাম মথুরানাথ ।
১৮৭৮ খ্রিষ্টাব্দে জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পাশ করে লাহোরে কিছুদিন শিক্ষকতা করেন । এরপর ১৮৮৪ খ্রিষ্টাব্দে তিনি করাচির ফিনিক্স পত্রিকার সম্পাদক হন । ১৮৯১ খ্রিষ্টাব্দে লাহোরের ট্রিবিউন ও ১৯০৫ খ্রিষ্টাব্দে এলাহাবাদের ইন্ডিয়ান পিপল নামক সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করেন । ১৯০১ খ্রিষ্টাব্দে তিনি এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায় দি টোয়েনটিয়েথ সেঞ্চুরি নামে একটি ইংরেজি মাসিকপত্র প্রকাশ করেন । ইন্ডিয়ান পিপল পত্রিকা দৈনিক লিডারের সঙ্গে মিলিত হলে তিনি তার যুগ্ম সম্পাদক হন এবং আবার ১৯১০ খ্রিষ্টাব্দ থেকে দুই বছর ট্রিবিউন পত্রিকা সম্পাদনা করেন । কিছুদিন প্রদীপ এবং প্রভাত পত্রিকারও সম্পাদক ছিলেন ।
প্রথম জীবনে স্বপন সঙ্গীত গীতিকাব্য (১৮৮২) এবং পরে সাহিত্য ও ভারতী পত্রিকার জন্য অনেক ছোটগল্প এবং কয়েকটি উপন্যাস রচনা করেছিলেন । বৃদ্ধবয়েসে বন্ধু রবীন্দ্রনাথের কয়েকটি কবিতার ইংরেজি তর্জমা বই আকারে প্রকাশ করেন । তার অমর কীর্তি দ্বারভাঙা মহারাজের অর্থসাহায্যে বিদ্যাপতি ও গোবিন্দদাস ঝার পদাবলীর সম্পাদনা ও সঙ্কলন প্রকাশ ।
নগেন্দ্রনাথ গুপ্ত রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- পর্বতবাসিনী
- অমরসিংহ
- লীলা
- জীবন ও মৃত্যূ
তিনি মৃত্যূর পূর্বে মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর ব্যক্তিগত সচিব ছিলেন ।
তথ্যসূত্র
সম্পাদনা- সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ