নগর দর্পনে হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন যাত্রিক[১] এই চলচ্চিত্রটি আশুতোষ মুখোপাধ্যায় এর গল্প অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রটি ১৯৭৫ সালে এম এস প্রোডাকশান্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ[২] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরী, ছায়া দেবী, হারাধন বন্দ্যোপাধ্যায়[৩][৪]

নগর দর্পনে
পরিচালকতরুণ মজুমদার
দিলীপ মুখোপাধ্যায়
শচীন মুখোপাধ্যায়
যাত্রিক
চিত্রনাট্যকারযাত্রিক
কাহিনিকারআশুতোষ মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুপ্রিয়া চৌধুরী
ছায়া দেবী
হারাধন বন্দ্যোপাধ্যায়
সুরকারনচিকেতা ঘোষ
মুক্তি২৭ জুন ১৯৭৫
স্থিতিকাল১৪০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

সারসংক্ষেপঃ- অনুপম চক্রবর্তী একজন সুশিক্ষিত, নম্র, সদয় মনের মানুষ যার লেখালেখির স্বভাব রয়েছে। একজন কর্মজীবী ​​হওয়ার পাশাপাশি তিনি একজন উদীয়মান লেখক হিসেবে পরিচিত ছিলেন। স্ত্রী শ্রীলেখাকে নিয়ে কলকাতায় থাকতেন তিনি। অনুপম বরাবরই একজন ভালো ছেলে ছিলেন। গ্রামে বসবাসকারী তার মাকে তিনি ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। অনুপম যখন ছোট ছিলেন তখন কলকাতায় এসেছিলেন এবং নিজেকে একটু একটু করে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি তার ছোট ভাইদের কলকাতায় নিয়ে আসেন এবং তাদের শিক্ষার জন্য অর্থ যোগান দেন। এমনকি তিনি তার ছোট ভাইকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাতে গিয়েছিলেন। তবে তার ভাইদের বড় হওয়ার সাথে সাথে জিনিসগুলি ভিন্ন হয়ে যায়। তার ছোট ভাই পুলিশ বাহিনীতে যোগ দেয় এবং তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে। তার ছোট ভাই তার পরীক্ষায় ফেল করে। এর মধ্যেই তার পেশাগত জীবনে ঝামেলা শুরু হয়। তার দুর্নীতিগ্রস্ত বস তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে। অনুপম নিজেকে সেই জগতের ঘূর্ণিতে আটকা পড়ে যা তিনি একবার নিজের হাতে পরিপূর্ণতা অর্জন করেছিলেন। একটু একটু করে সে তার মন হারাতে শুরু করে এবং নিজেকে প্রকাশ করার চেষ্টায় পাগলের মতো আচরণ করতে শুরু করে। তাকে তার ভাই মারধর করে পাগলাগারোদ পাঠানো হয়। শ্রীলেখা তার স্বামীকে বুঝতে ব্যর্থ হওয়ার জন্য তার ভুল বুঝতে পেরে তাকে ফিরিয়ে আনতে যায়। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অনুপম তাকে চিনতে পারছে না। সে এমন এক অবস্থায় যায় যেখান থেকে কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nagar Darpane (1975) - Review, Star Cast, News, Photos"Cinestaan। ২০২১-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৩ 
  2. "Nagar Darpane on Moviebuff.com"Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৩ 
  3. FilmiClub। "Nagar Darpane (1975)"FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৩ 
  4. "Nagar Darpane (1975)"Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা