ধূমকেতু (২০১৬-এর চলচ্চিত্র)
ধূমকেতু হচ্ছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শফিক হাসান ও মুন্নি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন মুনির রেজা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি ও তানহা তাসনিয়া। পাশাপাশি আলীরাজ, অমিত হাসান, পারভীন সুলতানা দিতি ও রেবেকাসহ অন্যান্যরা এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন।[২][৩][৪]
ধূমকেতু | |
---|---|
![]() | |
পরিচালক | শফিক হাসান |
প্রযোজক | মুনির রেজা |
চিত্রনাট্যকার | মুনির রেজা |
কাহিনিকার | মুনির রেজা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ হুমায়ুন |
প্রযোজনা কোম্পানি | মুন্নি প্রোডাকশন |
পরিবেশক | মুন্নি প্রোডাকশন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাএকই গ্রামের ভূঁইয়া বাড়ির ছেলে শাওন (শাকিব খান)। তিনি ছোটবেলায় শহর থেকে গ্রামে আসা চৌধুরী পরিবারের একটা উপকার করেন। তারপর পেরিয়ে যায় অনেক বছর। উপকার করা ছেলেটা বড় হয়ে হোন শাকিব খান। আর যাদের উপকার করেন সেই চৌধুরী সাহেবের (আলীরাজ) মেয়ে বড় হয়ে রুখমনি (পরীমনি)।
একদিন কলেজের সামনে গুণ্ডারা ধরে নিয়ে যেতে চায় তাকে। সেখান থেকে বাঁচান শাওন। তাকে সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছে দিতে বলেন রুখমনি। বাড়িতে এসে চৌধুরীকে দেখে চিনতে পারেন শাওন, ছোটবেলার উপকারের কথাটা মনে করিয়ে দেন।
চৌধুরী সাহেব তাকে অন্য কোথাও না থেকে নিজের বাড়িতে থাকতে বলেন। ধীরে ধীরে চৌধুরীর মেয়ে রুখমনির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে রুখমনির মা (পারভীন সুলতানা দিতি) শাওনকে অন্য জায়গায় বাসা নিতে বলে।
এদিকে চৌধুরী সাহেবের পরিচিত আরেক ব্যবসায়ী অমিত হাসান পছন্দ করে রুখমনিকে। বিভিন্নভাবে খারাপ মানুষ হিসেবে পরিচিত করাতে চান শাওনকে।
একদিন জ্যোতিষীর কাছে হাত দেখাতে যান শাওন ও রুখমনি। হাত দেখে জ্যোতিষী বলেন তার বৌ ভাগ্য ভালো যাবে না। প্রথম বউ বেশিদিন বাঁচবে না। পরের বউয়ের সঙ্গে সম্পর্কটা স্থায়ী হবে।
ভয় পেয়ে অন্য একটা মেয়েকে বিয়ে কারার পরিকল্পনা করেন শাওন। তাকে খুঁজেও পান তিনি।
শাওন চান প্রথম বউ অল্পদিনে মারা যাবার পর রুখমনিকে চির জীবনের জন্য পাবেন। এখানেই এলোমেলো হয়ে যায় সবকিছু। এদিকে চৌধুরী সাহেব রুখমনির বিয়ে ঠিক করেন অমিত হাসানের সঙ্গে। অবশেষে সবকিছুর সমাধান হয়।[৫][৬]
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - শাওন
- পরীমনি - রুখমনি
- অমিত হাসান
- তানহা তাসনিয়া
- পারভীন সুলতানা দিতি
- আলীরাজ
- রেবেকা
- শিবা শানু
- নাজনীন আক্তার হ্যাপি - আইটেম নাম্বার, মাঝে মাঝে আসি গানে বিশেষ উপস্থিতি[৭]
প্রযোজনা
সম্পাদনা২০১৪ সালের ২৩ জুন পূবাইলে শাকিব খানের বাড়ি 'জান্নাত'এ ধূমকেতু চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয় ও শ্যুটিং শুরু হয়।[৮] ২০১৬ সালের ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর টানা পাঁচ দিন কক্সবাজারে দুটি গানের দৃশ্য ধারণের মধ্যদিয়ে এ চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ শেষ হয়।[৯][১০][১১][১২]
সঙ্গীত
সম্পাদনাধুমকেতু চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। চলচ্চিত্রটিতে মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালের ১৭ নভেম্বর চুপিচুপি মন শিরোনামের একটি গান লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়, যেখান কন্ঠ দেন ইমরান মাহমুদুল ও খেয়া এবং এর গীত রচনা করেছেন সুদীপ কুমার দীপ। এছাড়াও "মাঝেমাঝে আসি" শিরোনামের একটি আইটেম গানও ব্যবহার করা হয় এই চলচ্চিত্রে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও জোজো (ভারত)।[১৩]
বাজারজাতকরণ ও মুক্তি
সম্পাদনা২০১৬ সালের ৯ জানুয়ারি লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রের ফার্স্ট লুক টিজার প্রকাশ করা।[১৪][১৫][১৬][১৭] এরপর ৩০ নভেম্বর প্রকাশ করা হয় এটির দ্বিতীয় টিজার। ২০১৬ সালের ১৪ নভেম্বর চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এরপর, ১৫ নভেম্বর সেন্সর বোর্ড কর্তৃক এটি ছাড়পত্র লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dhumketu"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "Dhumketu featuring Shakib-Pori to hot cinemas Dec 9"। দৈনিক সমকাল। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "ফের প্রেক্ষাগৃহে শাকিব-পরীর ধূমকেতু"। বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "পরিমনি'র বাড়িতে শাকিব খান"। risingbd.com। ২০১৪-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "জ্যোতিষীর কারণে প্রেমিকা ছেড়ে অন্যজনকে বিয়ে করলেন শাকিব"। দ্য ডেইলি স্টার Bangla। ২০১৭-০১-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "পরীমনি-শাকিব প্রথম ছবি 'ধূমকেতু'"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "এবার হট আইটেম গানে ঝড় তুলবেন হ্যাপী"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "শুরু হলো শাকিবের 'ধুমকেতু'"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "কক্সবাজারে শাকিব-পরীর 'ধুমকেতু'র শুটিং"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-০২। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "সেন্সরে শাকিব-পরীমনির 'ধূমকেতু' | banglatribune.com"। Bangla Tribune। ১০ অক্টোবর ২০১৬। ২০২০-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "সেন্সরে ধূমকেতু | daily nayadiganta"। The Daily Nayadiganta। ১০ অক্টোবর ২০১৬। ২০২০-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "সেন্সরে শাকিব-পরীর ধূমকেতু"। দৈনিক সমকাল। ১১ অক্টোবর ২০১৬। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "চুপি চুপি প্রেমে শাকিব-পরী (ভিডিও)"। risingbd.com। ২০১৬-১১-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ প্রতিবেদন, নিজস্ব। "শাকিব-পরির হট বেড সিন ভাইরাল!"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "ভাইরাল হয়ে গেছে শাকিব-পরীর 'ধূমকেতু'র টিজার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ web@somoynews.tv। "'ধূমকেতু'র টিজার: শাকিব-পরীর বিতর্কিত দৃশ্য নিয়ে থামছে না সমালোচনা (ভিডিও)"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ "প্রকাশ হলো শাকিব-পরীর চুমুর ভিডিও"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে ধূমকেতু