ধুর্বাই রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতের মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত অষ্টভাইয়া জায়গীরগুলির একটি৷ ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে রাজ্যটির রাজধানী ধুর্বাই শহরের জনসংখ্যা ছিলো ৭৭৭ জন৷ [১] বর্তমানে এটি উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসি জেলাতে অবস্থিত৷ রাজ্যটির রাজনিবাস ছিলো এই শহরেই৷

ধুর্বাই রাজ্য
धुर्वाई
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য (জায়গীর)
১৬৯০–১৯৫০
ধুর্বাই রাজ্যের পতাকা
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত ধুর্বাই রাজ্যের মানচিত্র
রাজধানীধুর্বাই (২৫°১৯′ উত্তর ৭৯°০৩′ পূর্ব / ২৫.৩১৭° উত্তর ৭৯.০৫০° পূর্ব / 25.317; 79.050)
আয়তন 
• ১৯৪১
৪৭ বর্গকিলোমিটার (১৮ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯৪১
২,৪২৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬৯০
১৯৫০
উত্তরসূরী
ভারত

ইতিহাস সম্পাদনা

বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত এই ধুর্বাই রাজ্যটি ১৮১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায় ওড়ছা রাজ্যের রাজবংশের উত্তরসূরী রাই সিংহের মাধ্যমে৷ ঝাঁসির বড়গাঁওয়ের নিকট তিনি তার জায়গীর পত্তন ঘটান৷ রাজার আট পুত্র সন্তান ছিলো৷ ধুর্বাই, বিজনা, টোড়ি ফতেপুর প্রভৃতি আটটি জায়গীর তিনি তার পুত্রদের মধ্যে ভাগ করে দেন৷[২] পরবর্তীকালে জায়গীরগুলি রাজ্যের মর্যাদা পায়৷

রাজ্যটি ঝাঁসি প্রদেশের পূর্ব দিকে ব্রিটিশ ভারতের আগ্রা ও অওধের যুক্ত প্রদেশ দ্বারা সীমাবদ্ধ ছিলো৷ আবার রাজ্যটির পূর্বদিকে ছিলো বিজনা এবং টোড়ি ফতেপুর রাজ্যদুটি ছিলো৷ ১৮২৩ খ্রিস্টাব্দে দেওয়ান বুধ সিং ব্রিটিশ সরকারের তরফ থেকে সামন্ত সনদ পেলে জায়গীরটি রাজ্যে উন্নীত হয়৷ প্রায় একশ বছর পরে ধুর্বাইয়ের তৎকালীন দেওয়ান ছিলেন ১৯২০ খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা সংগঠিত নরেন্দ্রমণ্ডলীর এক সদস্য৷[৩][৪] ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৫০ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি এটি অন্যান্য অষ্টভাইয়া রাজ্যসহ ভারতীয় অধিরাজ্যের বিন্ধ্যপ্রদেশ প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়৷

শাসকবর্গ সম্পাদনা

ধুর্বাই দেশীয় রাজ্যের শাসকগণ দেওয়ান উপাধিতে ভূষিত হতেন৷[৫]

দেওয়ান সম্পাদনা

  • ... – ... পৃথ্বীরাজ
  • আঃ ১৮২৩ বুধ সিং
  • ১৮.. – ১৮৫১ নাহর সিং
  • ১৪ জানুয়ারি ১৮৫১ – নভেম্বর ১৯১০ রঞ্জোর সিং
  • ১৯১০ – ১৫ আগস্ট ১৯৪৭ যুগলপ্রসাদ সিং

তথ্যসূত্র সম্পাদনা

  1. P. K. Bhattacharyya, Historical Geography of Madhya Pradesh from Early Records, p. 52
  2. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908
  3. Imperial Gazetteer of India, v. 11, p. 339.
  4. Sir Roper Lethbridge, The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary, p. 124
  5. Princely States of India