ধূরইল ইউনিয়ন
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটি ইউনিয়ন
(ধুরইল ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
ধূরইল বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলার একটি ইউনিয়ন।
ধূরইল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
উপজেলা | মোহনপুর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ কাজিম উদ্দীন |
আয়তন | |
• মোট | ২৭.৭৬ বর্গকিমি (১০.৭২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৬ সালের অনলাইন অনুযায়ী)) | |
• মোট | ২৮,৮১১ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মোহনপুর উপজেলাধীন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদটি ৩৯ টি গ্রাম এবং ২৩টি মৌজা নিয়ে গঠিত। এ উপজেলা কৃষি ও মৎস্য শিল্পপ্রধান এবং বিশেষ করে পান, আলু, ধান ও সবজী উৎপাদনের দিক দিয়ে অন্যতম। এই ইউনিয়নটি উপজেলার ১নং ধূরইল ইউনিয়ন হিসেবে পরিচিত।
আয়তন সম্পাদনা
ধূরইল ইউনিয়নের আয়তন ১১.১১ বর্গ কিলোমিটার।[১]
প্রশাসনিক কাঠামো সম্পাদনা
ধূরইল ইউনিয়ন মোহনপুর উপজেলার আওতাধীন ১ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মোহনপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৫৪নং নির্বাচনী এলাকা রাজশাহী এর অংশ। ইউনিয়নটিতে ৩৯ টি গ্রাম ও ২৩ টি মৌজা আছে।[১]
জনসংখ্যার উপাত্ত সম্পাদনা
২০১৬ সালের অনলাইন অনুযায়ী ধূরইল ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৮১১ জন।[১]
শিক্ষা সম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধূরইল ইউনিয়নের সাক্ষরতার হার ৭৫%।[১]
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ ঘ "০১ নং ধুরইল ইউনিয়ন"। dhuroilup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৯।
বহিঃসংযোগ সম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |