ধুবরি বন্দর
ধুবরি বন্দর [১] হল অসমের একটি গুরুত্ব পূর্ন নদী বন্দর।এই বন্দরটি ব্রহ্মপুত্র নদীর তীরে ধুবড়ী শহরে অবস্থিত।এই বন্দরটি জাতীয় জলপথ ২[২] এর গুরুত্ব পূর্ন নৌটার্মিনাল।এটি জাতীয় জলপথ ২ এর পশ্চিম প্রান্তে বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত।
ধুবড়ী নদী বন্দর | |
---|---|
![]() | |
অবস্থান | |
দেশ | ![]() |
অবস্থান | ধুবড়ী, আসাম |
বিস্তারিত | |
পরিচালনা করে | ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ |
মালিক | ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ |
পোতাশ্রয়ের ধরন | নদীবন্দর |
জেটি | ১ |
পণ্য দ্রব্য | কয়লা, পাট, পাথর, রাসায়নিক সার |
পরিসংখ্যান | |
বন্দরের গভীরতা | ২ মিটার (৬ ফুট ৭ ইঞ্চি) |
অবস্থান
সম্পাদনাধুবড়ী বন্দর বা নৌজেটি ব্রহ্মপুত্র নদ এর উত্তর তীরে ধুবরি শহরে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাধুবরি বন্দর বহু পুরোন একটি নদী বন্দর।এই বন্দর ধুবরি ও এর পার্শবর্তী এলাকার অর্থনীতির একটি গুরুত্ব পূর্ন অংশ।ব্রিটিল শাসন কাল থেকেই এই বন্দর এর সঙ্গে কলকাতা বন্দর এর যোগাযোগ ছিল জল পথে।ধুবরি বন্দর থেকে পাট ও ধান কলকাতা বন্দরে পাঠানো হত। দেশ স্বাধীনতার পর বন্দর দুটির যোগাযোগ রক্ষাকারি যমুনা ও সুন্দরবনের নদী গুলি পাকিস্তান ও পরে বংলাদেশের মধ্যে পড়ে ফলে বাণিজ্য কিছুটা কমে।তবে এখন দুই দেশের নৌপোটকলের মধ্যমে কলকাতা ও ধুবরি বন্দরের মধ্য পণ্যবাহি বার্জ ও ছোট জাহাজ চলাচল করছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভারতের ধুবরি নদী বন্দরের আধুনিকীকরণে উদ্যোগ"। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০-০১-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "National Waterways-2 - - India-WRIS"। ১৯ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০-০১-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)