জাতীয় জলপথ ২
জাতীয় জলপথ ২ অসম রাজ্যের ব্রহ্মপুত্র নদে গঠন করা হয়েছে। নদীর শদিয়া থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জাতীয় জলপথ ২ এর অন্তর্গত। এই জাতীয় জলপথের দৈর্ঘ্য ৮৯১ কিলোমিটার। এই জলপথে ১১ টি জেটি গড়ে তুলা হয়েছপ। এর মধ্যে ১ টি জেটি স্থায়ী (পান্ডু বন্দর) ও বাকি ১০ টি ভাসমান বা অস্থায়ী। জলপথটি ১ সেপ্টেম্বর ১৯৮৮ সালে গঠন করা হয়। বর্তমানে জলপথটি আসামের পণ্য পরিবহনে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।
জাতীয় জলপথ ২ | |
---|---|
বিস্তারিত | |
অবস্থান | অসম, ভারত |
চালু হয় | ১ সেপ্টেম্বর ১৯৮৮ |
দৈর্ঘ্য | ৮৯১ কিলোমিটার |
উত্তর প্রান্ত | শদিয়া |
দক্ষিণ প্রান্ত | বাংলাদেশ সীমান্ত |
টার্মিনালের সংখ্যা | ১১ টি |
মালিকানা | ভারতীয় জলপথ নিগম |
পরিচালনাকারী | ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ |
এই জলপথে ডিব্রুগড় ও বাংলাদেশ সীমান্তে সংকেত ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং বাতিঘর গঠন করা হয়েছে। এই জলপথে ভারত ও বাংলাদেশ এর মধ্যে পণ্য আমদানি - রপ্তানির কথা চলছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- Waterway bill 2015 দি টাইমস অফ ইন্ডিয়া