ভারতের অন্তর্দেশীয় জলপথসমূহ

ভারতে, জলপথ কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত/অধীনে মোট ১৪,৫০০ কিমি গুরুত্বপূর্ণ জলপথ আছে, যে গুলির প্রায় ৫৫% প্রাত্যহিক ব্যবহার হয়।

ভারতের জলপথগুলিতে জাহাজ, বার্জ বা দেশী মেশিনওয়ালা নৌকা দ্বারা বার্ষিক প্রায় ৪৪ মিলিয়ন টোন পণ্যসম্ভার একস্থান থেকে আরেক স্থানে আনা-নেওয়া করা হয়।[১]

জাতীয় জলপথ ১ সম্পাদনা

এলাহাবাদহলদিয়া জলপথ যা গঙ্গাভাগীরথীহুগলি নদী দ্বারা সংযুক্ত। এর দৈর্ঘ্য মোট ১৬২০ কিলোমিটার; এবং এটি সরকারী ভাবে ১৯৮৬ সালে জাতীয় জলপথ ১ (NW-1) হিসেবে ঘোষিত।

জাতীয় জলপথ ২ সম্পাদনা

সাদিয়াধুবড়ি, ব্রহ্মপুত্র নদে ৮৯১ কিমি দৈর্ঘ্যসম্পন্ন জলপথ; যা ১৯৮৮ সালে জাতীয় জলপথ ২ (NW-2) হিসেবে ঘোষিত।

জাতীয় জলপথ ৩ সম্পাদনা

কোল্লামকোট্টপুরম জলপথ যা পশ্চিম তট খাল, চম্পাকারা ও উদ্যোগমমণ্ডল খালে বিস্তৃত। এর দৈর্ঘ্য ২০৫ কিমি এটি ১৯৯৩ সালে জাতীয় জলপথ ৩ (NW-3) হিসেবে সরকারী মর্যাদা পায়।

জাতীয় জলপথ ৪ সম্পাদনা

 
অন্ধ্রপ্রদেশের বাকিংঘাম খাল

কাকিনাড়াপোন্ডিচেরী জলপথ stretch of canals and Kaluvelly tank, BhadrachalamRajahmundry stretch of River Godavari and Wazirabad–Vijayawada stretch of River Krishna। এই জলপথের দৈর্ঘ্য ১০৯৫ কিমি। এটি সরকারী ভাবে ২০০৮ সালে জাতীয় জলপথ ৪ (NW-4) হিসেবে ঘোষিত হয়।

জাতীয় জলপথ ৫ সম্পাদনা

তালচরধমরা জলপথ গেঁওখালি–চারবাতিয়া দিয়ে সোজা পূর্ব উপকূলীয় খালের দিকে ও চারবাতিয়া–ধমরা মাতাইমহানদীর মহনার দ্বারা সংযুক্ত। এর মোট দৈর্ঘ্য ৬২০ কিমি এবং এটি ২০০৮ সালে জাতীয় জলপথ ৫ (NW-5) হিসেবে সরকারী নামে ঘোষিত হয়।

জাতীয় জলপথ ৬ সম্পাদনা

Lakhipur-Bhanga stretch of 121 km of the Barak River is the 6th waterway. It will result in unified development of the waterways for shipping and navigation and transportation of cargo to the North Eastern Region particularly in the states of Assam, Nagaland, Mizoram, Manipur, Tripura and Arunachal Pradesh. It was accepted as National Waterway in January 2013 by Union Cabinet.[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "INTRODUCTION TO INLAND WATER TRANSPORT"। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬ 
  2. Press Information Bureau Of India

বহিঃসংযোগ সম্পাদনা