ধানকাঠি ইউনিয়ন

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার একটি ইউনিয়ন

ধানকাঠি ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার একটি ইউনিয়ন[১][২]

ধানকাঠি
ইউনিয়ন
ধানকাঠি ইউনিয়ন পরিষদ
ধানকাঠি ঢাকা বিভাগ-এ অবস্থিত
ধানকাঠি
ধানকাঠি
ধানকাঠি বাংলাদেশ-এ অবস্থিত
ধানকাঠি
ধানকাঠি
বাংলাদেশে ধানকাঠি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৭′৫৭″ উত্তর ৯০°২৬′২১″ পূর্ব / ২৩.১৩২৫০° উত্তর ৯০.৪৩৯১৭° পূর্ব / 23.13250; 90.43917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাশরীয়তপুর জেলা
উপজেলাডামুড্যা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১০-০৩-১৯৩৯
আয়তন
 • মোট৫,৮৭১ একর বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩১.৩৬ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

ডামুড্যা উপজেলা থেকে দূরত্ব- ১০ কি: মি:।

প্রধান ফসল সম্পাদনা

ধান,পাট,আলু উল্লেখযোগ্য

ইতিহাস সম্পাদনা

গ্রাম সমূহ সম্পাদনা

গ্রামের সংখ্যা: ২৫ টিঃ চরপাতালিয়া, মামুদপট্রি, বাহেরচর, তারাকান্দি, উত্তর আকালবরিশ, চরহানিফা, দশমনতারা, পূর্বকান্দি, স্নানঘাটা, জায়গীর, মোল্যাকান্দি, বিশ্বাসকান্দি, বাড়ৈকান্দি, বালাকান্দি, ভাদুরীকান্দি, কাজীকান্দি, মডেরকান্দি, বালিয়াকান্দি, চরধানকাটি, হাওলাদারকান্দি, তালুকেরকান্দি, ডগারপাড়, হাওলাদারকান্দি, ধানকাটি, পৈতকাটি, বৈদ্য কান্দি,ঘরামী কান্দি।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন: ৫,৮৭১ একর। জনসংখ্যা- ২৪৪৯৪ জন, পুরুষ:  ১৩,৩৮২ জন, নারী:  ১১,২৪৭ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষারহার– ৩৪.৩৬ %

শিক্ষা প্রতিষ্ঠান- সম্পাদনা
সরকারী প্রা: বি: - ১৫ টি সম্পাদনা
  • মাধ্যমিক বিদ্যালয় – ০২ টি
  • দাখিল মাদ্রাসা – ০২ টি
  • এতিমখানা – ০১ টি
  • কারিগরি প্রশিক্ষন কেন্দ্র – ০১ টি
  • হাফেজিয়া মাদ্রাসা – ০২ টি
  • এবতেদায়ী মাদ্রাসা – ০৩ টি
  • নূরানী মাদ্রাসা – ০৫ টি

দর্শনীয় স্থান সম্পাদনা

১।ঐতিহ্যবাহী মডেরহাট বালুর মাঠ ও দিঘী ২।ডগারপাড় মৎস্য খামার ৩।বাহেরচর মাদ্রাসা মসজিদ ৪।গরিবের হাতিরঝিল পাতালিয়া ৫।জোড়া ব্রিজ ৬।রশিদ বেপারির আমের বাগান(বালিয়া কান্দি) ৭।গিরিংগি মার্কেট (মোল্লা কান্দি) ৮।আকন বাড়ির পান্না(বালিয়া কান্দি) ৯।নতুন বাজার (উত্তর আকাল বরিশ)।

= উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

১।আঃহাই কবিরাজ(বালিয়া কান্দি) ২। জনাব ইউসুফ আলী

(অফিসার সমাজসেবা অধিদপ্তর)

৩। জনাব মাস্টার কামাল উদ্দিন আহমেদ (সাবেক চেয়ারম্যান ধানকাটি ইউনিয়ন পরিষদ ৪। জনাব আব্দুর রাজ্জাক পিন্টু (সাবেক চেয়ারম্যান ধানকাটি ইউনিয়ন পরিষদ) ৫। জনাব মোঃ মামুন (এসপি মেহেরপুর) ৬। জনাব নজরুল ইসলাম (এমবিবিএস) ৭। জনাব মোঃ রায়হান কবির (এমবিবিএস শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল) ৮। জনাব মোঃ নজরুল ইসলাম (সহকারী জজ পটুয়াখালী) ৯। জনাব আব্দুল ছাত্তার খাঁন ( অফিসার ইনকাম ট্যাক্স) ১০। জনাব মোঃ আশরাফুল ইসলাম শান্ত (বিশিষ্ট সমাজসেবক ধানকাটি ইউনিয়ন) ১১| জনাব জয়নাল আবেদীন (সাবেক প্রধান শিক্ষক চরমালগাঁ উচ্চ বিদ্যালয়) ১২| মোঃ মিজানুর রহমান (সি আই পি )

১৩। জনাব কে এম মকবুল হোসাইন ( বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ)

জনপ্রতিনিধি সম্পাদনা

          বর্তমান চেয়ারম্যান:
       জনাব গোলাম মাওলা রতন

মেম্বারদের তালিকা ১নং ওয়াডঃ জনাব আব্দুল হালিম খাঁন ২নং ওয়াডঃ জনাব আলী আজগর কাজী ৩নং ওয়াডঃ জনাব দাদন হাওলাদার ৪নং ওয়াডঃ জনাব সেলিম বেপারী ৫নং ওয়াডঃ জনাব আলী আহমদ ৬নং ওয়াডঃ জনাব আক্কাস হাওলাদার ৭নং ওয়াডঃ আবু বকর মৃধা ৮নং ওয়াডঃ জনাব জালাল উদ্দিন ৯নং ওয়াডঃ আলমগীর হোসেন সংরক্ষিত মহিলা সদস্যঃ মোসাঃ নূরজাহান বেগম ১,২,৩, নং ওয়ার্ড। মোসাঃ মমতাজ বেগম ৪,৫,৬, নং ওয়ার্ড। মোসাঃ আম্বিয়া বেগম ৭,৮,৯, নং ওয়ার্ড।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ধানকাঠি ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০১৯। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯ 
  2. "ডামুড্যা উপজেলা"বাংলাপিডিয়া। ২৩ ডিসেম্বর ২০১৪। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা