ধনবন্তী, লেডি রামা রাও (১৮৯৩ – ১৯৮৭) ভারতের পরিবার পরিকল্পনা সমিতি এবং আন্তর্জাতিক পরিকল্পিত পিতৃমাতৃত্ব ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি বিখ্যাত সরকারি কর্মচারী স্যার বেনেগাল রামা রাওকে বিয়ে করেছিলেন এবং লেখক শান্তা রামা রাওয়ের মা ছিলেন।

ধনবন্তী রামা রাও
জন্ম১৮৯৩
মৃত্যু১৯৮৭
মাতৃশিক্ষায়তনপ্রেসিডেন্সী কলেজ, চেন্নাই
পেশানারী অধিকার কর্মী এবং সমাজকর্মী
পরিচিতির কারণনারীর অধিকার এবং পরিবার পরিকল্পনা প্রচারণা
দাম্পত্য সঙ্গীস্যার বেনেগাল রামা রাও
সন্তান
পুরস্কারপদ্মভূষণ
কায়সার-ই-হিন্দ স্বর্ণপদক
গ্রিগস স্বর্ণপদক

প্রাথমিক জীবন সম্পাদনা

ধনবন্তী একটি কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে ধনবন্তী হান্ডু নামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্ম ও বড় হয়ে ওঠা হুবলিতে (বর্তমানে কর্ণাটকে) এবং তাই তিনি কন্নড় ভাষার কথোপকথনে পারঙ্গম ছিলেন। হুবলিতে স্কুলে পড়ার পর, তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদানের জন্য মাদ্রাজ চলে যান, যেখান থেকে তিনি শিল্পকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইংরেজিতে গ্রিগস গোল্ড মেডেল পান।[১][২]

মাদ্রাজে, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং কূটনীতিক স্যার বেনেগাল রামা রাওয়ের সঙ্গে তাঁর দেখা হয়। রামা রাও ছিলেন দক্ষিণ ভারতীয় এক বিশিষ্ট পরিবারের একজন চিত্রপুর সারস্বত ব্রাহ্মণ। তাঁরা এরপর বিয়ে করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

তিনি মাদ্রাজের কুইন মেরি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন।[২]

১৯১৭ সালে, তিনি অ্যানি বেসান্ত, মার্গারেট কাজিন্স, জিনা রাজা দাস এবং অন্যান্যদের সাথে মহিলা ভারতীয় সমিতির সহ-প্রতিষ্ঠা করেন। এই সংস্থার লক্ষ্য ছিল ১৯তম এবং ২০শ শতকের প্রথম দিকে নারীরা যে কঠিন আর্থ-সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তার সমাধান এবং উন্নতি করা।[২]

১৯৩২ সালে, তিনি সরোজিনী নাইডুর নির্দেশে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বার্লিনে ভোটাধিকার ও সমান নাগরিকত্বের জন্য মহিলাদের আন্তর্জাতিক জোটে যোগ দেন।[২]

১৯৪৬ সালে, তিনি সর্বভারতীয় মহিলা সম্মেলনের সভাপতি নির্বাচিত হন।[২]

১৯৪৯ সালে, তিনি ভারতের পরিবার পরিকল্পনা সমিতি শুরু করেন।[৪]

১৯৫২ সালে, ধনবন্তী মার্গারেট স্যাঙ্গারে সাথে আন্তর্জাতিক পরিকল্পিত পিতৃমাতৃত্ব ফেডারেশনের সহ-প্রতিষ্ঠা ও যুগ্ম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]

পুরস্কার সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

তাঁর স্মৃতিকথা অ্যান ইনহেরিটেন্স শিরোনামে প্রকাশিত হয়েছে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "A pioneer to remember"Deccan Herald। ২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২ 
  2. "Dhanvanthi Rama Rau"। The Open University। 
  3. "Dhanvanthi Rama Rau (1893–1987)"। StreeShakti। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮ 
  4. "Band of brothers"New Indian Express। ২ মার্চ ২০১০। ২৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  5. Vicky Claeys (২০১০)। "Brave and angry – The creation and development of the International Planned Parenthood Federation (IPPF)"। Tandfonline: S67–S76। ডিওআই:10.3109/13625187.2010.526726 পিএমআইডি 21091170 
  6. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫ 
  7. Dhanvanthi Rama Rau (১৯৭৭)। An Inheritance: The Memoirs of Dhanvanthi Rama Rau। Harper & Row। পৃষ্ঠা 305। আইএসবিএন 9780060135089