দ‌্য আসাম ট্রিবিউন

দ্য আসাম ট্রিবিউন একটি ভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা যা গুয়াহাটি এবং আসামের ডিব্রুগড় থেকে প্রকাশিত হয়। বর্তমান প্রচলনের ৭০০,০০০ কপির সাথে এবং ৩ মিলিয়নের বেশি পাঠক, এটি উত্তর-পূর্ব ভারতে সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক। ১৯৩৯ সালে গৌহাটিতে পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছিল।

দ্য আসাম ট্রিবিউন
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকআসাম ট্রিবিউন প্রাইভেট লিমিটেড
প্রতিষ্ঠাতারাধা গোবিন্দ বড়ুয়া
প্রধান সম্পাদকপ্রফুল্ল গোবিন্দ বড়ুয়া
প্রতিষ্ঠাকাল৪ আগস্ট ১৯৩৯; ৮৪ বছর আগে (1939-08-04) [১]
ভাষাইংরেজি
সদর দপ্তরট্রিবিউন বিল্ডিংস, এমআরডি রোড, চাঁদমারী, গুয়াহাটি, আসাম, ভারত
প্রচলন৭,০০,০০০+
সহোদর সংবাদপত্রদৈনিক আসাম
আসাম বাণী
ওয়েবসাইটwww.assamtribune.com
ফ্রি অনলাইন আর্কাইভassamtribune.com/epaper/
আসাম ট্রিবিউন বিল্ডিং

ইতিহাস সম্পাদনা

লক্ষ্মীনাথ ফুকনের [২] সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা হিসাবে রাধা গোবিন্দ বড়ুয়ার গৌহাটিতে ৪ আগস্ট ১৯৩৯-এ প্রথম প্রকাশিত হয়েছিল, এখন এটি দৈনিক হিসাবে গুয়াহাটিডিব্রুগড় থেকে একযোগে প্রকাশিত হয়। আসামে এটির বিশাল পাঠক সংখ্যা রয়েছে এবং এটি উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র। আসাম ট্রিবিউন পরিসংখ্যানের পাশাপাশি খবরের নির্ভরযোগ্যতার দিক থেকেও এটি বিস্তৃত। ২০১৪ সালে এটি ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপন করেছে।

বর্তমান সম্পাদক হলেন রাধা গোবিন্দ বড়ুয়ার পুত্র প্রফুল্ল গোবিন্দ বড়ুয়া এবং নির্বাহী সম্পাদক পিজি বড়ুয়া।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Deepali Barua (১৯৯৪)। Urban History of India: A Case Study। Mittal Publications। পৃষ্ঠা 127–। আইএসবিএন 978-81-7099-538-8 
  2. "A glorious journey"The Assam Tribune। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা