দ্য বাংলাদেশ টুডে

বাংলাদেশী ইংরেজি পত্রিকা

দ্য বাংলাদেশ টুডে ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা।[] পত্রিকাটির মুদ্রণ সংখ্যা ইংরেজি ভাষায় প্রকাশিত হলেও অনলাইনে বাংলা ও ইংরেজি দু ভাষাই রয়েছে। ২৬শে জানুয়ারি ২০০২ সালে পত্রিকাটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। বর্তমানে জোবায়ের আলম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

দ্য বাংলাদেশ টুডে
ধরনদৈনিক এবং অনলাইন
প্রকাশকজোবায়ের আলম
সম্পাদকতাপস রায় সরকার
প্রতিষ্ঠাকালজানুয়ারি ২৬, ২০০২; ২২ বছর আগে (January 26, 2002)
ভাষাইংরেজি
সদর দপ্তর৬৯/কে,কেকে টাওয়ার (লেভেল-০৪),পান্থপথ, ঢাকা-১২০৫
ওয়েবসাইটthebangladeshtoday.com thebangladeshtoday.net

তথ্য মন্ত্রণালযয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৩০শে জুন ২০১৮ তারিখের হিসেব অনুযায়ী, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রচলন সংখ্যা ২২,৫০০ কপি।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh on the Tipaimukh Dam: A print media analysis"দ্য ডেইলি স্টার। ২০১২-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯ 
  2. "জাতীয় দৈনিকের প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের হার" (পিডিএফ)বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। Archived from the original on ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮