দ্য প্রেস্টিজ (চলচ্চিত্র)

ক্রিস্টোফার নোলান পরিচালিত ২০০৬ সালের মার্কিন চলচ্চিত্র

দ্য প্রেস্টিজ (অনু. সম্মান) ২০০৬ সালে ক্রিস্টোফার নোলান পরিচালিত হলিউডের একটি থ্রিলার চলচ্চিত্র।এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্র রবার্ট অ্যাঞ্জিয়ার এর ভূমিকায় অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান এবং আলফ্রেড বরডেন এর ভূমিকায় আছেন ব্যাটম্যানখ্যাত অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্কার্লেট ইয়োহান্সন, রেবেকা হল, মাইকেল কেইন প্রমুখ।

দ্য প্রেস্টিজ
পোস্টার
পরিচালকক্রিস্টোফার নোলান
প্রযোজক
চিত্রনাট্যকার
উৎসটেমপ্লেট:Basedon
শ্রেষ্ঠাংশে
সুরকারডেভিড জুলিয়ান
চিত্রগ্রাহকওয়ালি ফিস্টার
সম্পাদকলি স্মিথ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকটাচস্টোন পিকচার্স (যুক্তরাষ্ট্র)
ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স (আন্তর্জাতিক)
মুক্তি২০শে অক্টোবর ২০০৬
স্থিতিকাল১৩০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৪০ মিলিয়ন[]
আয়$১০৯,৬৭৬,৩১১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Prestige (2006)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-০৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা