এমা থমাস

ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক

এমা থমাস একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক। যিনি দ্য প্রেস্টিজ (২০০৬) এবং ইনসেপশন (২০১০) চলচ্চিত্রে সহ-প্রযোজনার জন্যে বিশ্বব্যাপী পরিচিত। এছাড়াও তিনি তার স্বামী মার্কিন চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলানের সাথে প্রযোজনায় যুক্ত রয়েছেন।

এমা থমাস
Emma Thomas
Emma Thomas 2.jpg
জন্ম
এমা থমাস

(1960-11-30) নভেম্বর ৩০, ১৯৬০ (বয়স ৬২)
লন্ডন, যুক্তরাজ্য
জাতীয়তাব্রিটিশ
নাগরিকত্বলন্ডন
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি কলেজ লন্ডন
পেশা
কর্মজীবন১৯৯৭–বর্তমান
আদি নিবাসলন্ডন
দাম্পত্য সঙ্গীক্রিস্টোফার নোলান (বি. ১৯৯৭)
সন্তান

কর্মজীবনসম্পাদনা

থমাস ১৯৯০ জুড়ে একজন স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে কাজ করেন এছাড়াও পরিচালক স্টিফেন ফেয়ারস এর সহযোগি ছিলেন। বর্তমানে তিনি প্রোডাকশন কোম্পানি সাইনকপি ইনক.তে কাজ করছেন।[১][২]

শিক্ষাসম্পাদনা

থমাস স্নাতক ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে।[৩] পরবর্তিতে ১৯৯৭ সাল থেকে তিনি স্বামী নোলানের সবকটি চলচ্চিত্রে প্রযোজনা করছেন।

ব্যক্তিগত জীবনসম্পাদনা

২০১৩ হতে থমাস ও নোলান দম্পতি তাদের চার সন্তান নিয়ে আমেরিকার লস এন্জলসে বসবাস করছেন।[৪]

চলচ্চিত্রের তালিকাসম্পাদনা

প্রযোজনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Interview: Emma Thomas; The producer of Batman Begins talks about the cast, the script and the rumors."। movies.ign.com। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১০ 
  2. Will Lawrence (19 July 2010) Christopher Nolan interview for Inception, The Daily Telegraph
  3. Welcome to Next Wave Films: Following
  4. Breznican, Anthony (১৫ জুলাই ২০১০)। "With 'Inception', Chris Nolan's head games continue"USA Today। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০ 

বহিঃসংযোগসম্পাদনা