কাবুল টাইমস হল একটি রাষ্ট্র পরিচালিত ইংরেজি ভাষা সংবাদপত্র, যা আফগানিস্তানে ২৭ ফেব্রুয়ারি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত। ২০১৮ সালে এর দৈনিক প্রচলন ছিল ৪৭,০০০ অনুলিপি। এর অনলাইন সংস্করণও রয়েছে। পত্রিকাটিকে সাধারণত সরকার সমর্থক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির হিসাবে দেখা হয়।

দ্য কাবুল টাইমস
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটপ্রিন্ট, অনলাইন
মালিকসরকারের মালিকানাধীন
প্রতিষ্ঠাকাল১৯৬২; ৬২ বছর আগে (1962)
ভাষাইংরেজি
ওয়েবসাইটhttps://thekabultimes.gov.af/

১৯৭৮ সালের অভ্যুত্থানের পরে, কাবুল টাইমসের নামকরণ করা হয় কাবুল নিউ টাইমস এবং সাম্প্রদায়িক বক্তৃতা ছাপানো শুরু হয়েছিল যা স্নায়ু যুদ্ধের সময়কালের কথা স্মরণ করিয়ে দেয় এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি অত্যন্ত দ্বন্দ্বপূর্ণ ছিল।

২০০২ সালের মার্চ মাসে তালিবানদের পতনের পরে এই কাগজটির প্রকাশ আবার শুরু হয়েছিল। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা