দ্য ওয়াইল্ডরোজ (পানশালা)

ওয়াইল্ড রোজ (ইংরেজি: Wild Rose, অনু. বুনো গোলাপ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেলে অবস্থিত একটি সমকামী মহিলাদের পানশালা[১] ১৯৮৪ সালে চালু হওয়া স্থাপনাটি সিয়াটলের ক্যাপিটল হিল এলাকায় অবস্থিত।[২] এটি শহরের একমাত্র সমকামী মহিলাদের পানশালা এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম পুরনো পানশালা।[৩]

২০১২ সালে ওয়াইল্ড রোজ

ইতিহাস সম্পাদনা

ব্রাইহার হেরাক ও তার চার নারীবন্ধু পানশালাটির প্রথম উদ্যোগতা।[২] ১৯৮৪ সালের পহেলা জানুয়ারি পানশালাটি তাদের কার্যক্রম শুরু করে।[৪] সেসময় আমেরিকায় প্রকাশ্যে সমকামিতার বৈধতা না থাকায় তারা এটিকে শুধুমাত্র নারীদের পানশালা হিসেবে খোলা হয়েছিল। মুখে মুখে এটির প্রচার ঘটে।[১] ব্যবসায়িক অংশীদার শেলি ব্রাদার্স এবং মার্থা ম্যানিং পানশালাটির বর্তমান মালিক।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ব্রাউনস্টোন, সিডনি (২০১৭-০৬-২১)। "My First Time at the Wildrose"দ্য স্ট্রেঞ্জার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬ 
  2. রোমানো, ট্রিসিয়া (২০১৪-১২-৩০)। "Seattle's pioneering lesbian bar, Wildrose, turns 30"দ্য সিয়াটল টাইমসদ্য সিয়াটল টাইমস কোম্পানি। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬ 
  3. "Community Stories: History of the Wildrose"সিয়াটল চ্যানেলসিয়াটল সিটি কাউন্সিল। ২০১৫-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬ 
  4. গ্রেস মেডিগান (২০২০-১১-২৩)। "'More than just a place': Seattle's Wildrose among lesbian bars benefitting from fundraiser"কেএনকেএক্স নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২১ 

বহিঃসংযোগ সম্পাদনা