ওয়াশিংটন (অঙ্গরাজ্য)
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের Pacific Northwest অঞ্চলের একটি অঙ্গরাজ্য। ১৮৮৯ সালে যুক্তরাষ্ট্রের ৪২তম অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটন অন্তর্ভুক্ত হয়। United States Census Bureau এর ২০০৮ সালের জরিপ অনুসারে রাজ্যটির মোট জনসংখ্যা ৬৫,৪৯,২২৪ জন।
ওয়াশিংটন | |
---|---|
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
ইউনিয়নে অন্তর্ভুক্তি | November 11, 1889 (42nd) |
বৃহত্তম শহর | Seattle |
সরকার | |
• গভর্নর | Christine Gregoire (D) |
• লেফটেন্যান্ট গভর্নর | Brad Owen (D) |
জনসংখ্যা | |
• মোট | ৬৫,৪৯,২২৪ (২,০০৮ est.)[১] |
• জনঘনত্ব | ৮৮.৬/বর্গমাইল (৩৪.২০/বর্গকিমি) |
• মধ্যবিত্ত পরিবার আয়ের | $৫৩,৫১৫ |
• আয়ের ক্রম | ১৩th |
ভাষা | |
অক্ষাংশ | 45° 33′ N to 49° N |
দ্রাঘিমাংশ | 116° 55′ W to 124° 46′ W |
মোট জনসংখ্যার ৬০% বাস করে যোগাযোগ, শিল্প-বাণিজ্য আর রাজনীতির কেন্দ্রবিন্দু Seattle metropolitan area তে। মূলতঃ যুক্তরাষ্টের প্রথম রাষ্টপতি জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে রাজ্যটির নামকরণ করা হয়। District of Columbia থেকে পৃথক ভাবে চিহ্নিত করতে প্রথমে একে স্টেট অব ওয়াশিংটন অথবা ওয়াশিংটন স্টেট বলে ডাকা হত। যাইহোক পরবর্তীকালে ওয়াশিংটনের অধিবাসিগণ এবং পার্শ্ববর্তী রাজ্য সমূহের জনগণ একে শুধু ওয়াশিংটন বা রাষ্টের রাজধানী তাই ওয়াশিংটন ডি.সি বলে ডাকতে শুরু করে। এটিই যুক্তরাষ্টের একমাত্র রাজ্য যা কোন সাবেক রাষ্টপতির নামে নামকরণ করা হয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Annual Estimates of the Resident Population for the United States, Regions, States, and Puerto Rico: April 1, 2000 to July 1, 2008"। United States Census Bureau। জুলাই ৯, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-০৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |