দীপলিনা ডেকা

ভারতীয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী
(দ্বীপলিনা ডেকা থেকে পুনর্নির্দেশিত)

দীপলিনা ডেকা আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তাঁর বহুমুখী প্রতিভার জন্য তিনি পরী নামেও বিখ্যাতা[১]। তিনি মিশন চায়না নামক সিনেমার মাধ্যমে অসমীয়া চলচ্চিত্র জগতে প্রবেশ করেন যার পরিচালক ছিলেন জুবিন গার্গ । বৈদ্যুতিক প্রকৌশলী ডিগ্রীধারী দ্বীপলিনা পেশায় একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর মুক্তিপ্রাপ্ত গান ছুই দিয়ানা আসামের শ্রোতাদের মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।

জন্ম ও শিক্ষা সম্পাদনা

১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে বাবুল কুমার ডেকার ঔরসে ও পদুমি ডেকার গর্ভে দ্বীপলিনা ডেকার জন্ম হয়। তাঁর পিতা নগাঁওয়ের কাগজ কারখানায় কর্মরত ছিলেন। সন্তানের মধ্যে দ্বীপলিনা কনিষ্ঠ তাঁর একটি জেষ্ঠ ভগিনী রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় জাগিরোড থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার জন্য মহাঋষি বিদ্যা নিকেতনে নামভর্তি করান। বিদ্যালয়ে অধ্যয়ণরত সময় থেকেই তিনি সঙ্গীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত করেছেন। বহুমুখী প্রতিভাবান মেয়েটি কথক নৃত্যের প্রশিক্ষণ ও শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ অর্জন করেছেন। তিনি খেলধূলায় অত্যন্ত নিপুণ ছিলেন, রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাটমিন্টন প্রতিযোগিতা ২০০৭ সালে চতুর্থ স্থান লাভ করেছিলেন। শিক্ষা সমাপ্ত করে ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও কোম্পানিতে প্রকৌশলী রূপে কার্যনির্বাহের সময় জুবিন গার্গ পরিচালিত মিশন চায়না নামক অসমীয়া চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পায় দ্বীপলিনা। তারপর তিনি প্রকৌশলী পদত্যাগ করিয়া গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন। ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে তাঁর প্রথম ভিডিও গানের আ্যালবাম নুয়ারি নুয়ারি মুক্ত পায় যার সহ-শিল্পী ছিলেন তরুণ তন্ময়। বর্তমানে তাঁর খ্যাতি আসামসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে বিস্তার করেছে।

কয়েকটি জনপ্রিয় গান সম্পাদনা

  • নুয়ারি নুয়ারি
  • ছুই দিয়ানা মোক আহি এবার
  • উড়ি উড়ি যায়
  • রাতি বিহু

তথ্যসূত্র সম্পাদনা