দোলনা
দোলনা (ইংরেজি: Swing) একটি ঝুলন্ত আসন যা শিশুকে দোল দেয়ার জন্যে বাঁশ, কাঠ বা লোহার তৈরী কাঠামোবিশেষ।[১] এটি খেলার মাঠ, উদ্যান, সার্কাসে দেখা যায়। আসনের সাথে সাধারণতঃ লোহার শিকল বা দড়ি ব্যবহার করা হয়। একবার দোল দেয়ার উপযোগী বল প্রয়োগে এটি পেন্ডুলাম ঘড়ির ন্যায় অনবরত সামনে-পেছনে দুলতে থাকে।
ব্যবহারসম্পাদনা
টায়ারের তৈরী দোলনায় সম্পূর্ণ একটি টায়ার ব্যবহার করা হয়। সাধারণতঃ এতে সম্পূর্ণ নতুন কিংবা ব্যবহৃত টায়ারকে উঁচু বৃক্ষের শাখায় রশি বা দড়ির সাথে শক্তভাবে বেঁধে ঝুলানোর উপযোগী করা হয়। বাণিজ্যিকভিত্তিতে খেলার মাঠে অথবা পার্কে প্রায়শঃই ধাতব পদার্থ বা কাঠের বীমে শিকল দিয়ে বেঁধে ব্যবহার করা হয়। ঝোলানোর জন্যে উলম্ব কিংবা সমান্তরাল - উভয়ভাবেই রাখা হয়। সমান্তরাল দোলনায় দুই বা ততোধিক শিশু অবস্থান করতে পারে।
জাল দিয়ে তৈরী দোলনা শোবার উপযোগী বিছানা জাল দিয়ে তৈরী করে ব্যবহার করা হয় যা খুবই হালকা। এ ধরনের দোলনা সাধারণতঃ এক জোড়া গাছের সাথে বেঁধে ব্যবহার করা হয়। কিকিং দোলনা এস্তোনিয়ায় ক্রীড়ারূপে ব্যবহৃত হয় যাতে খেলোয়াড়েরা ৩৬০০ কোণে ঘুরতে থাকে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, শিবপ্রসন্ন লাহিড়ী, বাংলা একাডেমী, ঢাকা, ২য় সংস্করণ, ১৯৯২, পৃষ্ঠা - ৬২৮
বহিঃসংযোগসম্পাদনা
- [১],[২] How to pump a swing (physics oriented).
- Swing set safety
- The Ultimate Safety Guide to Metal Swing Sets
- History of playgrounds in the USA[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- Pumping of a swing