দেমেত্রিও আলবের্তিনি

ইতালীয় ফুটবলার

দেমেত্রিও আলবের্তিনি (ইতালীয়: Demetrio Albertini; জন্ম: (1971-08-23) ২৩ আগস্ট ১৯৭১ (বয়স ৫৩)) একজন ইতালীয় মধ্যমাঠের ফুটবল খেলোয়াড়। তিনি ইতালীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। তিনি ১৯৯০-এর দশকে ইতালির প্রথম সারির ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা সেরি আ-তে অংশগ্রহণকারী এবং একাধিকবার শিরোপা বিজয়ী এসি মিলান ফুটবল ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিগণিত।[] এছাড়া তিনি একই সময়ে ইতালির জাতীয় ফুটবল দলেরও একজন অপরিহার্য খেলোয়াড় ছিলেন (৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন)। তিনি ১৯৯৪ ও ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপে এবং ইউরো ১৯৯৬ ও ইউরো ২০০০ প্রতিযোগিতাতে ইতালির হয়ে খেলেন। ১৯৯৪ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো প্রতিযোগিতার ফাইনালে যেতে দলকে সাহায্য করেন। আলবের্তিনি এসি মিলানের হয়ে ৫টি সেরি আ শিরোপা এবং দুইটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন। অবসরের আগে খেলোয়াড়ী জীবনের শেষ বছরে তিনি স্পেনের লা লিগা নামক ফুটবল প্রতিযোগিতাতে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছিলেন।

দেমেত্রিও আলবের্তিনি
২০১০ সালে আলবের্তিনি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1971-08-23) ২৩ আগস্ট ১৯৭১ (বয়স ৫৩)
জন্ম স্থান ব্রিয়ানসার বেসানা, ইতালি
উচ্চতা ১ মি ৮০ সেমি
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
Milan
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
1988–2002 Milan 293 (21)
1990–1991Padova (loan) 28 (5)
2002–2003 Atlético Madrid 28 (2)
2003–2004 Lazio 23 (2)
2004–2005 Atalanta 14 (1)
2005 Barcelona 5 (0)
মোট ৩৯৩ (৩১)
জাতীয় দল
1989 Italy U18 7 (0)
1990–1992 Italy U21 17 (0)
1992 Italy Olympic Team 5 (2)
1991–2002 Italy 79 (3)
অর্জন ও সম্মাননা
 ইতালি
FIFA World Cup
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান USA 1994
UEFA European Championship
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান Belgium-Netherlands 2000
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "AC Milan bid farewell to legend Albertini"। ESPN FC। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৩