দেওয়ান আব্দুল কাদির

বাংলাদেশী শিক্ষাবিদ

দেওয়ান আব্দুল কাদির একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং মহাকাশ ও আবহাওয়া বিজ্ঞানী। তিনি মানিকগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য।[১]

অধ্যাপক ড.
দেওয়ান আব্দুল কাদির
উপাচার্য
এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ
কাজের মেয়াদ
৮ মার্চ ২০১৮ – ৭ মার্চ ২০২২
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীমস্কো স্টেট বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষা সম্পাদনা

তিনি পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।[২]

কর্মজীবন সম্পাদনা

আব্দুল কাদির বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে কাজ করেছেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার গবেষণা প্রতিষ্ঠান গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ ও পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণা করেন। এছাড়া এক দশকের বেশি সময় তিনি উত্তরা ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

দেওয়ান আব্দুল কাদির ২০১৮ সালের ৮ মার্চ থেকে ২০২২ সালের ৭ মার্চ পর্যন্ত মানিকগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র নতুন উপাচার্য দেওয়ান আব্দুল কাদির"কালের কণ্ঠ। ১৯ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২ 
  2. "এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র নতুন উপাচার্য দেওয়ান আব্দুল কাদির"পদক্ষেপনিউজ। ১৯ ফেব্রুয়ারি ২০১৮। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২