দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসা

দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা একটি কামিল মাদ্রাসা[১][২] মাদ্রাসাটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, এবং মাদ্রাসাটি গাজীপুর জেলার সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম ড. মো. রুহুল আমিন।[৩][৪] বর্তমানে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কামিল মাদ্রাসা[১][৫]

দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত২ এপ্রিল ১৯৪৮; ৭৬ বছর আগে (1948-04-02)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১২০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৯১৫৬
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা২৭০৩০৫২৪০১
ওয়েবসাইটhttp://109156.ebmeb.gov.bd/

ইতিহাস সম্পাদনা

১৯৪৮ সালে স্থানীয় শিক্ষাবিদগনের সাথে নিয়ে মাওলানা এম এ সালাম এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন।[১] তিনি মাদ্রাসার প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৪৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পরে আনু. ৫-৭ বছর পরে মাদ্রাসাটি পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধিভুক্ত লাভ করে, এবং ফাজিল শ্রেণী সাধারণ ডিগ্রি মান অর্জন করে। এরপর ২০১৬ সালে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং ২১টি মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসায়ও অনার্স কোর্স চালু হয়।[৬]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

এই মাদ্রাসায় আলিয়া মাদ্রাসার সর্বনিম্ন স্তর ইবতেদায়ী থেকে সর্বোচ্চস্তর কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান পরীক্ষাগার রয়েছে। এছাড়াও ফাজিল ও কামিল পর্যায়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। ফাজিল ও কামিল পর্যায়ের ছাত্রদের বিষয়ভিত্তিক গবেষণার সুযোগ রয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সংবাদদাতা, কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা। "বড় হুজুর (রহ.)'র সহধর্মিণীর দাফন সম্পন্ন"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  2. "Durbati Madinatul Ulum Alia Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  3. "গাজীপুর-জেলার-কালিগঞ্জ-উপজেলাধীন-দুর্বাটি-মদিনাতুল-উলুম-কামিল-মাদ্রাসার-অধ্যক্ষ"dme.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  4. "মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত"Manarat International University। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  5. "ফাজিল পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশ" (পিডিএফ)ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ২৪ জুলাই ২০১৮। 
  6. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আরও ২১ মাদ্রাসায় অনার্স কোর্স"bangla.bdnews24.com। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  7. "লেখকঃ অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী | পাঠাগার"www.pathagar.org। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯