দুঃখের দিন (ফার্সি: روز غم) কিছু মুসলিমদের দ্বারা পালিত একটি দিবস। যেটি সৌদি বাদশাহদের ঐতিহ্যবাহী জান্নাতুল বাকি কবরস্থানে পরিচালিত ধ্বংসযজ্ঞের জন্য পালন করা হয়।

বিবরণ সম্পাদনা

সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ মদিনার জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করার ঘটনাকে কেন্দ্র করে কিছু মুসলমানদের দ্বারা দুঃখের দিন হিসেবে স্মরণ করা হয়। গ্রেগরীয় ক্যালেন্ডারে ১৯২৬ সালের ২১ এপ্রিল তথা ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ৮ শাওয়ালে ধ্বংস করা হয়েছিল; সেই হিসেবে ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এটি পালিত হয়।[১][২] কবরস্থানটিতে মুহাম্মাদের পরিবারের সদস্য আহলে বাইতের অনেকের মৃতদেহ রাখা হয়েছিল, যারা বিশেষ করে শিয়া মুসলমানদের দ্বারা সম্মানিত এবং শিয়া ইসলামিক ধর্মতত্ত্বে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এটি মদিনার কবরস্থান যেখানে অন্যদের মধ্যে মুহাম্মাদের কন্যা ফাতিমার সমাধি রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "8th of Shawwal - A day of deep grief and sorrow"Sibtayn.com। Sibtayn International Foundation। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  2. "The Day of Sorrow"Islamic Insights। The Awaited One Foundation। ২৮ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫