দি ইকোনমিক টাইমস
দ্য ইকোনমিক টাইমস হল একটি ভারতীয় দৈনিক সংবাদপত্র। এর সদর দফতর ভারতের মুম্বইয়ের দ্য টাইমস অব ইন্ডিয়া ভবনে অবস্থিত। বেনেট, কোলম্যান অ্যান্ড কোং লিমিটেড এটি প্রকাশ করে থাকে। ১৯৬১ সাল থেকে এই সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। ২০১২ সাল মোতাবেক, এটি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর পর বিশ্বের দ্বিতীয়-সর্বাধিক পঠিত ইংরেজি ভাষার ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র, যার পাঠক সংখ্যা প্রায় ৮০০,০০০। এটি ১২টি শহরে একসাথে প্রকাশিত হয়, শহরগুলো হল - মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ, জয়পুর, আহমেদাবাদ, নাগপুর, চণ্ডীগড়, এবং পুনে। এই সংবাদপত্রের মূল পাঠ্যবস্তু হল ভারতীয় অর্থনীতি, আন্তর্জাতিক অর্থায়ন, শেয়ার মূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং অর্থায়ন সম্পর্কিত অন্যান্য বিষয়াদি। ১৯৬১ সালে এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন পি. এস. হরিহরণ। দ্য ইকোনমিক টাইমস-এর বর্তমান সম্পাদক হলেন বোধিসত্ত্ব গাঙ্গুলি।
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | দ্য টাইমস গ্রুপ |
প্রকাশক | বেনেট, কোলম্যান অ্যান্ড কোং লিমিটেড |
সম্পাদক | বোধিসত্ত্ব গাঙ্গুলি |
প্রতিষ্ঠাকাল | ৬ মার্চ ১৯৬১[১][২] |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | টাইমস হাউজ, মুম্বই, ভারত |
দেশ | ভারত |
প্রচলন | ৩৬৮,৭১৬ (প্রতিদিন)[৩] (জুলাই-ডিসেম্বর ২০১৮ অনুযায়ী) |
সহোদর সংবাদপত্র | |
আইএসএসএন | ০০১৩-০৩৮৯ |
ওসিএলসি নম্বর | 61311680 |
ওয়েবসাইট | economictimes |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Far Eastern Economic Review। রিভিউ পাবলিশিং কোম্পানি লিমিটেড। ১৯৮৭। পৃষ্ঠা ৪।
- ↑ ভট্টাচার্য, এস. বি. (২০০৯)। Encyclopaedia of Indian Events & Dates। স্টার্লিং পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা A230। আইএসবিএন 978-81-207-4074-7।
- ↑ "Highest Circulated Daily Newspapers (language wise)" (পিডিএফ)। অডিট ব্যুরো অব সার্কুলেশন। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (মোবাইল)