দিল তো বাচ্চা হ্যায় জি

হিন্দি ভাষার চলচ্চিত্র

দিল তো বাচ্চা হ্যায় জি [১] ( অনু. The heart is childish শিশুসুলভ হৃদয় ) হলো ২০১১ সালের একটি হিন্দি ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছে মধুর ভান্ডারকার। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, ইমরান হাশমি এবং ওমি বৈদ্য। এতে পাশ্ব চরিত্রে অভিনয় করেছেন সাজান পাদামসি, শ্রুতি হাসান, ঋতুপর্ণা সেনগুপ্ত, টিস্কা চোপড়া এবং শ্রদ্ধা দাস। চলচ্চিত্রটি ভান্ডারকর এন্টারটেইনমেন্ট এবং ওয়াইড ফ্রেম ফিল্মসের ব্যানারে মধুর ভান্ডারকার এবং কুমার মাঙ্গাত প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটি ২০১১ সালের ২৮ জানুয়ারি মুক্তি পেয়েছে। [২][৩]

দিল তো বাচ্চা হ্যায় জি
পরিচালকমধুর ভান্ডারকর
প্রযোজকমধুর ভান্ডারকর
কুমার মঙ্গত পাঠক
চিত্রনাট্যকারমধুর ভান্ডারকর
অনীল পান্ডে
নীরাজ উদজানি
অজীত গোরপাত
প্রযোজনা
কোম্পানি
ভান্ডারকর এন্টারটেইনমেন্ট
প্যানোরোমা স্টুডিও
ভাষাহিন্দি

পটভূমি সম্পাদনা

দিল তো বাচ্চা হ্যায় জি চলচ্চিত্রটি তিনজন ব্যক্তির কাহিনি নিয়ে নির্মিত। নারীন আহুজা ( অজয় দেবগন ) একজন ব্যাংক ম্যানেজার হিসাবে কাজ করেন এবং তাঁর স্ত্রী মাধবী ( ঋতুপর্ণা সেনগুপ্ত ) থেকে বিবাহ বিচ্ছেদ চান। অভয় সুরি (এমরান হাশমি) হলেন একজন প্লেবয় ও জিম প্রশিক্ষক। মিলিন্দ কেলকার ( ওমি বৈদ্য ) সত্যিকারের ভালোবাসার সন্ধানে একটি বিবাহ সংক্রান্ত সংস্থায় কাজ করে । একসময় নারীন তার বাড়ি ছেড়ে তার বাবা-মার বাড়িতে থাকতে শুরু করে। জুন পিন্টু (সাজান পদ্মসি) হলো নারীনের ক্রাশ। সে নারীনের ব্যাংকে ইন্টার্ন হিসেবে কাজ করেন। অপরদিকে মিলিন্দ, রেডিও জকি গুনগুন সরকারকে (শ্রদ্ধা দাস) ভালবাসতে শুরু করে এবং অভয় আনুশকা নারাং (তিস্কা চোপড়া) এর প্রেমে পড়ে। আনুশকা হলো প্রাক্তন মিস ইন্ডিয়া, যে একজন কোটিপতিকে বিয়ে করেছে এবং তরুণদের প্রতি আগ্রহী। এভাবেই ভালোবাসার একটি জটিল সম্পর্কের মধ্যে চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়।

চরিত্রাবলি সম্পাদনা

  • নরেন আহুজা চরিত্রে অজয় দেবগন
  • অভয় সুরির চরিত্রে ইমরান হাশমি
  • মিলিণ্ড কেলকার চরিত্রে ওমি বৈদ্য
  • জুন পিন্টো হিসাবে সাজান পাদামসি
  • নিকিতা চরিত্রে শ্রুতি হাসান
  • আনু নারায়ণ চরিত্রে টিস্কা চোপড়া
  • গুনগুন সরকার চরিত্রে শ্রদ্ধা দাস
  • হর্ষ নারং চরিত্রে আদিত্য রাজ কাপুর
  • মাধবী (নরেনের প্রাক্তন স্ত্রী) চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত
  • মিঃ তিওয়ারির চরিত্রে মুকেশ তিওয়ারি (বিশেষ উপস্থিতি)
  • ফুল বিক্রেতার৷ চরিত্রে অরুণ কদম
  • নরেনের অফিস সহকর্মী হিসাবে শচীন পরীখ
  • নরেনের অফিস সহকর্মী হিসাবে গিরিশ সহদেব
  • জুনের নানী হিসাবে ডেইজি ইরানি
  • হিমেশ চরিত্রে সঞ্জয় ছেল
  • আকাশ চরিত্রে সানি সিংহ (বিমানবন্দরের দৃশ্যে ক্যামিওর উপস্থিতি)
  • জিমি চরিত্রে হাওয়ার্ড রোজমিয়ার
  • কথক ও পরিচিতি হিসাবে পরেশ রাওয়াল
  • ধ্রুব ভান্ডারী ক্রিস প্যাসকাল (জুনের প্রেমিক) চরিত্রে
  • প্রিয়া চরিত্রে চেতনা পান্ডে (বিমানবন্দরের দৃশ্যে ক্যামিওর উপস্থিতি)
  • স্বতি পরানজপে (বিমানবন্দরের দৃশ্যে ক্যামিওর উপস্থিতি) চরিত্রে প্রিয়া মারাঠে
  • দিপাক সিসোদিয়া চরিত্রে ভাউ কদম (ক্যামিওর উপস্থিতি)
  • আইটেম নম্বর হিসাবে শ্বেতা সালভে

রেটিং সম্পাদনা

চলচ্চিত্রটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দ্বারা A (শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য) রেটিং পায়। ভান্ডারকর, চলচ্চিত্রটির বেশ কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্য কাটতে অস্বীকার করেছিলেন। কারন তিনি মনে করেন যে দৃশ্যগুলো চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ।[৪]

অভ্যর্থনা সম্পাদনা

ছবিটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। বক্স অফিসে, এটি তিন সপ্তাহে $২৮২.৫ মিলিয়ন রুপি আয় করে। এটি প্রথম সপ্তাহেই সকল বিদেশী সার্কিট থেকে প্রায় $২৫০,০০০ মার্কিন ডলার আয় করেছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dil Toh Baccha Hai Ji: Poster and First Look"Bollywood Hungama। ২৮ জানুয়ারি ২০১১। ৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১১ 
  2. "Now Bhandarkar set to direct a romcom"Hindustan Times। ২২ মে ২০১০। ২০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১০ 
  3. Lalwani, Vickey (১৭ জুন ২০১০)। "Bhandarkar installs cameras at work"Mumbai Mirror। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১০ 
  4. Lalwani, Vickey (১৫ জানুয়ারি ২০১১)। "দিল তো বাচ্চা হ্যায় জি 'A' লাভ করেছে"The Times of India। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭ 
  5. "Boxofficeindia.com"। Box Office India। ২ ফেব্রুয়ারি ২০১০। ৩ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা