দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিনাজপুর অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
দিনাজপুর পবিস-১
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত৩ মার্চ ১৯৮৩; ৪১ বছর আগে (1983-03-03)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, উত্তর গোবিন্দপুর, দিনাজপুর
স্থানাঙ্ক২৫°৪১′২১″ উত্তর ৮৮°৩৯′৫৯″ পূর্ব / ২৫.৬৮৯২৭৯° উত্তর ৮৮.৬৬৬২৯৩° পূর্ব / 25.689279; 88.666293
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সিনিয়র জেলারেল ম্যানেজার
মোঃ সাইফুল ইসলাম
স্টাফ
৩৭৯
ওয়েবসাইটpbs1.dinajpur.gov.bd

ইতিহাস সম্পাদনা

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিনাজপুরের ৭টি থানা (দিনাজপুর সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরল, খানসামা, কাহারোলবোচাগঞ্জ) নিয়ে কাজ করে যাচ্ছে যা ১৯৭৯ সালে নিবন্ধিত একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৯৭৭ সালে গঠন করে আজ পর্যন্ত গ্রামীণ পর্যায়ে আলোকিত করে আসছে। [১]

কার্যক্রম সম্পাদনা

বর্তমানে দিনাজপুরের সাতটি থানা নিয়ে কাজ করে যাচ্ছে, যার আয়তন ২০৩৮.২৫ বর্গ কিঃ মিঃ। অন্তর্ভুক্ত এলাকার জনসংখ্যা ১৬,১৫,৪৬৩, মোট ইউনিয়নের সংখ্যা/বিদ্যুতায়িত ইউনিয়নের সংখ্যা ৬১/৬১, মোট গ্রামের সংখ্যা/ বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ১১৫৩/৭১৫ এবং উপকেন্দ্রের সংখ্যা ৫টি (০১ টি ২০ এমভিএ, ০৩ টি ১৫ এমভিএ এবং ০১টি ১০ এমভিএ)=মোট-৭৫ এম,ভি,এ। [২]

 
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ম্যাপ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি"। বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড। 
  2. "দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১"। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৫