দিঘী ইউনিয়ন

মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন

দিঘী ইউনিয়ন ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তর্গত মানিকগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন[১]

দিঘী
ইউনিয়ন
দিঘী ঢাকা বিভাগ-এ অবস্থিত
দিঘী
দিঘী
দিঘী বাংলাদেশ-এ অবস্থিত
দিঘী
দিঘী
বাংলাদেশে দিঘী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫২′১৮″ উত্তর ৮৯°৫৮′০″ পূর্ব / ২৩.৮৭১৬৭° উত্তর ৮৯.৯৬৬৬৭° পূর্ব / 23.87167; 89.96667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামানিকগঞ্জ জেলা
উপজেলামানিকগঞ্জ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

ভূগোল সম্পাদনা

দিঘী ইউনিয়নের স্থানাঙ্ক হল ২৩°৫২′২০″ উত্তর ৮৯°৫৭′৫৭″ পূর্ব / ২৩.৮৭২১° উত্তর ৮৯.৯৬৫৯° পূর্ব / 23.8721; 89.9659। এর মোট আয়তন ২,৬০১ একর (১০.৫৩ কিমি)। [২]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে দিঘি ইউনিয়নে ৪,৬২৯ টি পরিবার বাস করে এবং জনসংখ্যা হল ২০,০৯৪ জন।[২]

অর্থনীতি সম্পাদনা

মোট ৪টি হাট এবং বাজার রয়েছে। দিঘি ইউনিয়নে প্রতি বছর ৮টি মেলা (মেলা) অনুষ্ঠিত হয়। তারা বাজার, দৌটিয়া বাজার, বট তোলা বাজার (বাংলা) দিঘি ইউনিয়নের বিখ্যাত বাজার।

প্রশাসন সম্পাদনা

দিঘী ইউনিয়নে ২৬ গ্রামীণ পল্লী আছে, সেগুলি হল: মুলজান, ভাতবাউর, দিঘী, বাগজান, রোমনপুর, গুলোটিয়া, সুসুন্দা, দায়োটিয়া, খাগড়াকুড়ি, রোহাদহো, কুটাই, চামতা, নতুন বস্তি, বট-তলা। এখানে ২৯টি মৌজা ও ৩৬টি গ্রাম আছে

রাস্তা সম্পাদনা

নদী সম্পাদনা

প্রতিষ্ঠান সম্পাদনা

দিঘী ইউনিয়নে ২ টি কলেজ, ৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি ব্যাংক, ১ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ১ টি প্রতিবন্ধি ইনস্টিটিউট, ১ টি বিদ্যুৎ ইনস্টিটিউট, ১ টি বাস স্টেশন রয়েছে।

শিক্ষা সম্পাদনা

 
সরকারী দেবেন্দ্র কলেজ

উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মানিকগঞ্জ সদর উপজেলার ইউনিয়নসমূহঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - সংগৃহীতঃ ২৮ অক্টোবর, ২০১৬"। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬ 
  2. "Community Report: Manikganj" (PDF)Population & Housing Census 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১৮