দামপাড়া (চলচ্চিত্র)

দামপাড়া হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র।[১] ১৯৭১ সালের সত্য ঘটনা অবলম্বনে তৈরি চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মিত। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস আহমেদআশনা হাবিব ভাবনা[২] [৩]

দামপাড়া
পরিচালকশুদ্ধমান চৈতন
প্রযোজকচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
চিত্রনাট্যকারঅনন জামান
কাহিনিকারঅনন জামান
শ্রেষ্ঠাংশেফেরদৌস আহমেদ আশনা হাবিব ভাবনা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

পটভূমি সম্পাদনা

কুশীলব সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

এই চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ফেরদৌস আহমেদ ও অশনা হাবিব ভাবনা।চলচ্চিত্রটি ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত [৪] সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান এবং নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন। প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক।[৫]

মুক্তি সম্পাদনা

২০২৩ সালের ২৪ ডিসেম্বর থেকেই আনুষ্ঠানিক দৃশ্যধারণ শুরু হয়।ছবির পরিচালক জানান ২৬ শে মার্চের আগে মুক্তি দেওয়ার কথা রয়েছে[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'দামপাড়া' সিনেমার শুটিং শুরু"আজকের পত্রিকা। ডিসেম্বর ২৫, ২০২১। সংগ্রহের তারিখ ১ আগষ্ট ২০২৩ 
  2. "ভাবনার নতুন সিনেমা 'দামপাড়া'"দৈনিক যুগান্তর। ডিসেম্বর ২৮, ২০২১। সংগ্রহের তারিখ ১ আগষ্ট ২০২৩ 
  3. "শেষ পর্যায়ে ফেরদৌসের 'দামপাড়া'"যায়যায়দিন। জানুয়ারী ৮, ২০২২। সংগ্রহের তারিখ ১ আগষ্ট ২০২৩ 
  4. "শেষ হলো ফেরদৌস ভাবনার 'দামপাড়া'"বণিক বার্তা। জুন ১৪, ২০২২। সংগ্রহের তারিখ ১ আগষ্ট ২০২৩ 
  5. "সেই এসপির চরিত্রে ফেরদৌস"বিডি জার্নাল। জানুয়ারী ৮, ২০২২। সংগ্রহের তারিখ ১ আগষ্ট ২০২৩ 
  6. "'দামপাড়া' সিনেমা একসঙ্গে মুক্তি পাবে ১২ দেশে"সি ভয়েজ টোয়েন্টিফোর। জানুয়ারী ৫, ২০২২। সংগ্রহের তারিখ ১ আগষ্ট ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা