দানব রাজবংশ
দানব রাজবংশ উত্তর-পূর্ব ভারতের অসমে রাজনৈতিক শাসনের সূত্রপাত করেছিল।[১] মহীরংগ দানব এই বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তারা কিরাট মূলের লোক (বড়ো) ছিলেন। কালিকা পুরাণে এই শাসকদের উল্লেখ আছে কিন্তু কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ নেই।
প্রাগজ্যোতিষ রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
অবস্থা | কিংবদন্তি | ||||||
সরকার | রাজতন্ত্র | ||||||
ঐতিহাসিক যুগ | লৌহ যুগ | ||||||
|
কিরাট শাসকদের শেষজন ঘটকাসুরকে নরক রাজবংশের কিংবদন্তি রাজা নরকাসুর বধ করে নিজের শাসন আরম্ভ করেন।[২]
রাজাগণ
সম্পাদনা- মহীরংগ (মৈরং)
- হটকাসুর
- শম্ভাসুর
- রত্নসুর
- ঘটকাসুর
পাদটিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- Gait, Edward A (১৯০৬), A History of Assam, Calcutta