দয়া বাই
দয়া বাই হলেন ভারতের কেরল রাজ্যের একজন সক্রিয় সামাজকর্মী যিনি মধ্য ভারতের আদিবাসীদের মধ্যে কাজ করছেন। তার প্রকৃত নাম হল মার্সি ম্যাথিউ।
দয়া বাই | |
---|---|
জন্ম | মার্সি ম্যাথিউ ১৯৪০ (বয়স ৮৪–৮৫) |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | সমাজকর্মী |
পরিচিতির কারণ | আদিবাসী উন্নয়ন |
ব্যক্তিগত জীবন
সম্পাদনামার্সি ম্যাথিউ ১৯৪০ সালে কেরলের একটি সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। [১] ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে তিনি একটি সুখী শৈশবকাল কাটিয়েছিলেন।[২] তিনি মধ্য প্রদেশের ছিন্দওয়ারা জেলার বারুল গ্রামে থাকেন।
পুরস্কার
সম্পাদনাদয়া বাই ২০০৭ সালে বনিতা উইম্যান অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন।[৩] ২০১২ সালের জানুয়ারিতে তাকে গুড সামারিটান জাতীয় পুরস্কার (কোট্টায়ম সোশ্যাল সার্ভিস সোসাইটি এবং আগপে মুভমেন্ট, শিকাগো দ্বারা প্রতিষ্ঠিত) প্রদান করা হয়েছিল। [৪]
উত্তরাধিকার
সম্পাদনাশাইনে জ্যাকব বেনজমিন তাকে নিয়েঅট্টায়ল বা 'ওয়ান পার্সন' শিরোনামের এক ঘণ্টার একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছিল।[৫] চলচ্চিত্রব্যক্তিত্ব নন্দিতা দাস তার জীবনের এক অনুপ্রেরণা হিসাবে ২০০৫ সালে দয়া বাইকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Suneetha, B. (২০১০-১১-২৬)। "Face of compassion"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৬।
- ↑ "daya bai,lady of fire"। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
- ↑ Kiran Bedi calls for change in education system[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Good Samaritan National Award presented to Dayabai"। ৩১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
- ↑ Face of compassion
- ↑ "Mercy Mathew"। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- "A Documentary about Daya Bhai." (ইংরেজি ভাষায়)। M TV Orthodox TV। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮।