ত্রিপুরায় ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪

২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ত্রিপুরায় ২টি লোকসভা আসনের জন্য দুটি ধাপে ৭ এবং ১২ এপ্রিল ২০১৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।[১] ৭ ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত ত্রিপুরার মোট ভোটার সংখ্যা ২৩,৭৯,৫৪১।[২]

ত্রিপুরায় ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪

← ২০০৯ ৭ এপ্রিল − ১২ এপ্রিল ২০১৪ ২০১৯ →

২টি আসন
ভোটের হার৮৪.৯২% (বৃদ্ধি০.৩৭%)
  প্রথম দল
 
নেতা/নেত্রী মানিক সরকার
দল সিপিআই(এম)
গত নির্বাচন
আসন লাভ
আসন পরিবর্তন অপরিবর্তিত
শতকরা ৬৪%
সুইং বৃদ্ধি ২.৩১%

ত্রিপুরার প্রধান রাজনৈতিক দলগুলি হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) এবং ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি)।

জনমত জরিপ সম্পাদনা

মাসে পরিচালিত সূত্র পোলিং সংস্থা/এজেন্সি
কংগ্রেস বিজেপি সিপিআই(এম)
আগস্ট-অক্টোবর ২০১৩ [৩] টাইমস নাউ - ইন্ডিয়া টিভি -সিভোটার
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০১৪ [৪] টাইমস নাউ - ইন্ডিয়া টিভি -সিভোটার

নির্বাচনের তফসিল সম্পাদনা

নির্বাচনী এলাকাভিত্তিক নির্বাচনের তফসিল নিচে দেওয়া হল[১] -

ভোটের দিন পর্যায় তারিখ নির্বাচনী এলাকা
৭ এপ্রিল ত্রিপুরা পশ্চিম
১২ এপ্রিল ত্রিপুরা পূর্ব

ফলাফল সম্পাদনা

নির্বাচনের ফলাফল ১৬ মে ২০১৪ এ ঘোষণা করা হয়[১]

সিপিআই(এম)
দলের নাম ভোট % পরিবর্তন আসন জিতেছে পরিবর্তন
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৬৪.০০% +২.৩১
ভারতীয় জাতীয় কংগ্রেস ১৫.২০%
ভারতীয় জনতা পার্টি ৫.৭০%
# নির্বাচনী এলাকা ভোটগ্রহণ বিজয়ী দল ব্যবধান
ত্রিপুরা পশ্চিম ৮৬.১৭  শঙ্কর প্রসাদ দত্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৫,০৩,৪৮৬
ত্রিপুরা পূর্ব ৮৩.৫৬  জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৪,৮৪,৩৫৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "General Elections – 2014 : Schedule of Elections" (PDF)। ৫ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৪ 
  2. "Tripura General (Lok Sabha) Elections 2014"Maps of India। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  3. "Congress 102, BJP 162; UPA 117, NDA 186: C-Voter Poll"। Outlook। ১৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৩ 
  4. "India TV-C Voter projection: Big gains for BJP in UP, Bihar; NDA may be 45 short of magic mark"। Indiatv। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩