ত্রিপুরায় ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯

২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ত্রিপুরা রাজ্যে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল যেখানে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) উভয় আসনই দখল করেছে, মোট ১০,৮৪,৮৮৩ ভোট পেয়েছে, যার ৬১.৬৯% রাজ্যব্যাপী শেয়ার রয়েছে।[১] কংগ্রেস এবং বিজেপি রাজ্যব্যাপী যথাক্রমে ৩১% এবং ৩% ভোট পেয়েছে এবং কোন আসন পায়নি।[২]

ত্রিপুরায় ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯

← ২০০৪ এপ্রিল - মে ২০০৯ ২০১৪ →

২টি আসন
ভোটের হার৮৪.৫৫%
  প্রথম দল
 
দল সিপিআই(এম)
আসন লাভ
আসন পরিবর্তন অপরিবর্তিত
শতকরা ৬১.৬৯%

নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা সম্পাদনা

সূত্র: ভারতের নির্বাচন কমিশন [৩]

নির্বাচনী এলাকা ভোটার উপস্থিতি বিজয়ী প্রার্থী বিজয়ী দল ব্যবধান
১. ত্রিপুরা পশ্চিম ৮৫.৭১ খগেন দাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ২,৪৮,৫৪৯
২. ত্রিপুরা পূর্ব ৮৩.০৬ বাজু বান রিয়ান ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ২,৯৫,৫৮১

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Party Wise Seats Won and Votes Polled (%), LOK SABHA 2009"Election Commission of India। ১০ আগস্ট ২০১৮। ১৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০ 
  2. DEBBARMA, SUKHENDU; DEBBARMA, MOUSAMI (২০০৯)। "Fifth Victory in a Row for CPI(M) in Tripura": 172–173। আইএসএসএন 0012-9976জেস্টোর 25663627 
  3. "Constituency Wise Detailed Result - General Elections, 2009 (15th LOK SABHA)"Election Commission of India। ১০ আগস্ট ২০১৮। ১৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০