মীর আকবর আলি খান সিকান্দার জাহ, তৃতীয় আসাফ জাহ

(তৃতীয় আসাফ জাহ থেকে পুনর্নির্দেশিত)

মীর আকবর আলি খান সিদ্দিকি সিকান্দার জাহ, তৃতীয় আসাফ জাহ (উর্দু: میر اکبر علی خان سکندر جاہ، آصف جاہ سوم‎‎; ১১ নভেম্বর ১৭৬৮ – ২১ মে ১৮২৯) ছিলেন হায়দ্রাবাদের নিজাম। তিনি ১৮০৩ থেকে ১৮২৯ সাল পর্যন্ত হায়দ্রাবাদ শাসন করেছেন। []

মীর আকবর আলি খান, তৃতীয় আসাফ জাহ
হায়দ্রাবাদের নিজাম
হায়দ্রাবাদের নিজাম
রাজত্ব১৮০৩-১৮২৯
পূর্বসূরিনিজাম আলি খান, দ্বিতীয় আসাফ জাহ
উত্তরসূরিনাসিরউদ্দৌলা, চতুর্থ আসাফ জাহ
জন্ম১১ নভেম্বর ১৭৬৮
চৌমহল্লা প্রাসাদ (খিলওয়াত), হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ রাজ্য, মুঘল সাম্রাজ্য
(বর্তমান তেলেঙ্গানা, ভারত)
মৃত্যু২১ মে ১৮২৯
হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ রাজ্য, ব্রিটিস ভারত
(বর্তমান তেলেঙ্গানা, ভারত)
সমাধি
মক্কা মসজিদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ রাজ্য, ব্রিটিশ ভারত
(বর্তমান তেলেঙ্গানা, ভারত)
বংশধর১০ পুত্র ও ৯ কন্যা
প্রাসাদপুরানি হাভেলি
পিতানিজাম আলি খান, দ্বিতীয় আসাফ জাহ
মাতাতাহনিয়াতুন্নিসা বেগম

শাসনকাল

সম্পাদনা
 
নিজামের মন্ত্রী মুনির আল-মুলক বাহাদুর

তার শাসনামলে হায়দ্রাবাদে ব্রিটিশরা সেনানিবাস স্থাপন করে। সেকান্দারাবাদ শহর তার নামে নামকরণ করা হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The University of Queensland Homepage" 

বহিঃসংযোগ

সম্পাদনা
মীর আকবর আলি খান সিকান্দার জাহ, তৃতীয় আসাফ জাহ
আসাফ জাহি রাজবংশ
পূর্বসূরী
নিজাম আলি খান, দ্বিতীয় আসাফ জাহ
হায়দ্রাবাদের নিজাম
১৮০৩–১৮২৯
উত্তরসূরী
নাসিরউদ্দৌলা, চতুর্থ আসাফ জাহ