তিলকনগর (মুম্বাই)

মুম্বাইয়ের শহরতলি

তিলকনগর হলো মুম্বাইয়ের একটি আবাশিক শহরতলি এলাকা। একই নামে মুম্বাই শহরতলি রেলওয়ের হারবার লাইনে একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। মুম্বাইয়ের এই শহরতলি স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের নামে নামকরণ করা হয়েছে।

তিলকনগর
তিলকনগর মুম্বাই-এ অবস্থিত
তিলকনগর
তিলকনগর
মুম্বাইয়ে অবস্থান
স্থানাঙ্ক: ১৯°০৩′৫৭″ উত্তর ৭২°৫৩′২৪″ পূর্ব / ১৯.০৬৫৮° উত্তর ৭২.৮৮৯৯° পূর্ব / 19.0658; 72.8899
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলামুম্বাই শহরতলি জেলা
শহরমুম্বাই
সরকার
 • ধরনপৌর নিগম
 • শাসকবৃহত্তর মুম্বাই পৌর নিগম (MCGM)
ভাষা
 • দাপ্তরিকমারাঠি ভাষা
সময় অঞ্চলভাপ্রস (ইউটিসি+৫:৩০)
পিন৪০০০৮৯
এলাকা কোড০২৩
যানবাহন নিবন্ধনএমএইচ ০৩

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

তিলকনগরে বসবাসকারী উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

গণপতি উদযাপন সম্পাদনা

তিলকনগর মূলত মারাঠি হিন্দু প্রধান এলাকা হওশার কারণে এখানে চেম্বুরের নিকটবর্তী এলাকা এবং শহরের অন্যান্য অংশ থেকে অতিরিক্ত শ্রোতাদের সাথে সেখানে নিয়মিত বহু ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিলকনগর এখানকার গণপতি মণ্ডপের সজ্জার জন্য বিখ্যাত। স্টেশনের কাছেই ইনফ্যান্ট যিশু চ্যাপেল সহ এখানে যথেষ্ট খ্রিস্টান জনসংখ্যা রয়েছে।[১]

পরিবহন সম্পাদনা

 
তিলকনগর স্টেশন, মুম্বাই

তিলকনগরে অটোরিকশা, বিইএসটি (বেস্ট) বাস ও ট্রেন হলো গণ-পরিবহনের মাধ্যম। কলোনিটি তিলক নগর রেলওয়ে স্টেশন হয়ে মধ্য রেলওয়ের হারবার লাইন দ্বারা পরিসেবা করা হয়। বিদ্যাবিহার ও চেম্বুর স্টেশনও এর কাছাকাছি অবস্থিত। লোকমান্য তিলক টার্মিনাস (কুরলা টার্মিনাস)-এ যেতে হলে তিলক নগর স্টেশনের মাধ্যমেই যেতে হয়। এখান থেকে চেম্বুর মনোরেল স্টেশনঘাটকোপার মেট্রো স্টেশনও সহজে যাওয়া সম্ভব।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rajan's Ganpati show-of-strength diminishes"The Times of India। ২৩ আগস্ট ২০০৩। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১