তাহিরপুর ইউনিয়ন
তাহিরপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
তাহিরপুর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং তাহিরপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে তাহিরপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪′৪৬.৯৯৯″ উত্তর ৯১°১০′৫৫.৯৯৯″ পূর্ব / ২৫.০৭৯৭২১৯৪° উত্তর ৯১.১৮২২২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
উপজেলা | তাহিরপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | বোরহান উদ্দিন |
আয়তন | |
• মোট | ৫২.৪৬ বর্গকিমি (২০.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৭,৯৫০ |
• জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৯২ ৬৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপূর্বে বালিজুরি ইউনিয়ন,পশ্চিমে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, উত্তরে দক্ষিণ বড়দল ইউনিয়ন, দক্ষিণে শনির হাওর।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনা১। তাহিরপুর সদর ইউনিয়নে ৯জন ওয়ার্ড সদস্য ও ৩ জন মহিলা ওয়ার্ড সদস্যা রয়েছেন। ২। এই ইউনিয়নটি ১৫ টি গ্রাম নিয়ে অবস্থিত। যথাক্রমে- উজান জামালগড়, ভাটি জামালগড়, গাজীপুর, চিকসা,বীরনগর, জয়নগর, ধুতমা,উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি,গোবিন্দশ্রী,রতনশ্রী, সূর্য্যেরগাও, লক্ষীপুর। ৩। এই ইউনিয়নে একমাত্র বাজার তাহিরপুর বাজার। ৪। এই ইউনিয়নে অবস্থিত নদী বৌলাই নদী। ৫। এই ইউনিয়নে উপজেলার সকল সরকারি অফিস অবস্থিত।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন – ৫২.৪৬ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা -২৭৯৫০ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৪৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি
- উচ্চ বিদ্যালয়ঃ ৩ টি
- কলেজঃ ২ টি
- মাদ্রাসা- ৩ টি
দর্শনীয় স্থান
সম্পাদনা- শনির হাওর
- মাটিয়ান হাওর
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাবাউল গোলাম মোস্তফা গ্রাম- গাজীপুর
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- বোরহান উদ্দিন
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | রমেন্দ্র নারায়ন চক্রবর্তী | ১৯৭৪-১৯৮৪ |
০২ | আব্দুছ আখঞ্জী | ১৯৮৪-১৯৮৮ |
০৩ | আব্দুল জলিল তাং | ১৯৮৮-২০০৩ |
০৪ | মোতাহার হুসেন আখঞ্জী শামীম | ২০০৩-২০১১ |
০৫ | বোরহান উদ্দিন | ২০১১-চলমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তাহিরপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "তাহিরপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |