তালা টুডু

সাঁওতালি লেখক

তালা টুডু হলেন ভারতের ঝাড়খণ্ডের একজন সাঁওতালি সাহিত্যিক ও সেবিকা। তিনি ২০১৫ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

তালা টুডু
জন্ম১৯৭২/৭৩[১]
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনলাল বাহাদুর শাস্ত্রী স্মৃতি মহাবিদ্যালয়
পেশাসাহিত্যিক, সেবিকা
আত্মীয়রবীন্দ্রনাথ মুর্মু (ভাই)

জীবনী সম্পাদনা

তালা টুডু রবীন্দ্রনাথ মুর্মুর বোন। তিনি লাল বাহাদুর শাস্ত্রী স্মৃতি মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[১]

তালা টুডু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পরিণীতা সাঁওতালি ভাষায় বাপলানিজ শিরোনামে অনুবাদ করেছেন। এটি ছিল তার প্রথম অনূদিত গ্রন্থ।[২] তার এই বইটির জন্য তিনি ২০১৫ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৩]

তালা টুডু গণেশ টুডুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গণেশ টুডু আইন পেশায় নিয়োজিত আছেন।[১] তাদের এক পুত্র ও এক কন্যা আছে। তাদের নাম আনিশা ও আশিস।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Found in translation, a debut feat"The Telegraph। ২২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  2. "সাঁওতালি অনুবাদে শরৎচন্দ্র, পুরস্কার তালা টুডুর"আনন্দবাজার পত্রিকা। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  3. "AKADEMI TRANSLATION PRIZES (1989-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯