তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাংলাদেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়

তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার তালতলীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়[১]

তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
অবস্থান
চাঁদপুর

বাংলাদেশ
,
,
(later Bangladesh)
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি
ধর্মীয় অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
প্রতিষ্ঠাতাAb'dul Hamid Munshi
স্থানTaltoli, Bangladesh
বিদ্যালয় জেলাকুমিল্লা জেলা
কর্তৃপক্ষমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
শ্রেণী১-৮

ইতিহাস সম্পাদনা

চাঁদপুরের কচুয়া উপজেলায় ( বৃহত্তর কুমিল্লা) মুন্সিবাড়ি পরিবারের আবদুল হামিদ মুন্সির স্ত্রী বেলাতুন নেছা খানমের নামানুসারে এ নামকরণ করা হয়েছিল । কারণ তিনি আবাসের বাইরের পাঠ্যক্রমে অংশ নিতে চান নি বলে তাঁর জন্য এ স্কুল তৈরি করেছিলেন। ১৮০০ এর দশকের শেষের দিকে মুসলিম মহিলাদের আবাসগুলো ব্যক্তিগত চত্বরের বাইরে নিয়মিত যেতে অনুমতি দেয়া হয় নি। মুন্সিবাড়ি জামে মসজিদ থেকে ইসলামী শিক্ষক দ্বারা সরবরাহ করা উর্দু, ফারসিআরবি ভাষা নিয়ে প্রথম শুরু করে । পরে পরিবারটি আঞ্চলিক শিক্ষকদের নিয়োগ করেছিল। [২]

পাঠ্যক্রম সম্পাদনা

১৯৭১ সালের যুদ্ধের পর বাংলাদেশ সরকার বিদ্যালয়টি সরকারের অন্তর্ভুক্ত করেন এবং শিক্ষামন্ত্রণালয়ের আওতায় একটি সরকারি প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Malik, Abul. (2001) Kalyanpur Trust. Belayetunessa Primary School. pg. 4. Mymensingh, Bangladesh
  2. Ashraf, Syed Ismail (২ এপ্রিল ২০১৩)। "Munshibari Estate: Quiet and isolated"Daily Sun। Dhaka। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা