তারাওঁ রাজ্য, (যা 'তরাবাঁ' বা 'তরহুহাঁ' নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী দেশীয় রাজ্য৷[১] ১৩ টি গ্রাম সংবলিত এই দেশীয় রাজ্যটি ৬৭ বর্গমাইল ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো৷ রাজ্যের রাজধানী পাথরৌণ্ডি বৃহৎ ভারতীয় উপদ্বীপীয় রেলওয়ের অন্তর্গত কারবি রেলওয়ে স্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত৷[২]

তারাওঁ রাজ্য
तरावं
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য (জায়গীর)
১৮১২–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত তারাওঁ রাজ্যের মানচিত্র
রাজধানীপাথরৌণ্ডি
আয়তন 
• ১৯০১
৬৭.৩৩ বর্গকিলোমিটার (২৬.০০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৩,১৭৮
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৮১২
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশউত্তরপ্রদেশ, ভারত

১৯৪৮ খ্রিস্টাব্দে রাজ্যটি ভারতের বিন্ধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত হয়৷ বর্তমানে এটি উত্তরপ্রদেশ রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত চিত্রকূট জেলায় অবস্থিত৷

ইতিহাস সম্পাদনা

১৮১২ খ্রিস্টাব্দে কালিঞ্জর (কলঞ্জর) পরিবারের সদস্যগণ ভৈসুন্দা রাজ্যের পত্তন ঘটান৷ এটি ছিলো ব্রিটিশ ভারতের বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্গত কলঞ্জর চৌবে জায়গীরগুলির একটি৷

এটি ১৮৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত ছিলো, পরে এটিকে বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷[২] আবার ১৯৩১ সালে এটিকে পুনরায় বুন্দেলখণ্ড এজেন্সির অংশীভূত করা হয়৷

শাসকবর্গ সম্পাদনা

তারাওঁ দেশীয় রাজ্যের শাসকগণ চৌবে উপাধিতে ভূষিত হতেন৷[তথ্যসূত্র প্রয়োজন]

চৌবে সম্পাদনা

  • ১৮১২ - ১৮৪০ গয়াপ্রসাদ
  • ১৮৪০ - ১৮৫৬ কামতাপ্রসাদ
  • ১৮৫৬ - ১৮৭২ রামচাঁদ
  • ৩ মার্ট ১৮৭২ – ২২ জানুয়ারি ১৮৮১ পদশূণ্য
  • ১৮৮১ - ১৮৯৫ ছত্তরভুজ (২২ জানুয়ারি ১৮৮১ খ্রিস্টাব্দে রাজপদ প্রাপ্তি)
  • ১৮৯৫ - ১৯২৫ ব্রজগোপাল (রাজা বাতুল প্রমাণিত হন ১৯১১ খ্রিস্টাব্দে)
  • ১৯২৫ - ১৯৫০ গঙ্গাপ্রসাদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Imperial Gazetteer of India" (GIF)Dsal.uchicago.edu। পৃষ্ঠা 250। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৫ 
  2. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908