তফজ্জল হোসেন

ভারতীয় রাজনীতিবিদ

তফজ্জল হোসেন ছিলেন একজন ভারতীয় বাঙালি কংগ্রেস রাজনীতিবিদ।[১] তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন উদ্বোধক সদস্য ছিলেন, যিনি খরবা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন।

তফজ্জল হোসেন
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
এপ্রিল ১৯৫১ – মে ১৯৫৭
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
উত্তরসূরীগোলাম ইয়াজদানি
সংসদীয় এলাকাKharba
ব্যক্তিগত বিবরণ
জন্মটেমপ্লেট:দেশের উপাত্ত বেঙ্গল প্রেসিডেন্সি
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীমরিয়ম বিবি
সন্তানমাহাবুবুল হক
বাসস্থাননাইকুন্ডা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ

প্রারম্ভিক জীবন এবং পরিবার সম্পাদনা

তফজ্জল হোসেন বেঙ্গল প্রেসিডেন্সির মালদা জেলার নাইকুন্ডা গ্রামের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[২]

তিনি মরিয়ম বিবিকে বিয়ে করেন এবং ১৯৪১ সালের ৩১ জুলাই মাহাবুবুল হক বাদল নামে তাদের একটি ছেলে হয়। হক ১৯৭২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খারবা আসনে জয়ী হন।[৩]

কর্মজীবন সম্পাদনা

হোসেন ১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম নির্বাচনে খারবা আসনের আসনে জয়লাভ করেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. West Bengal (India). Legislature. Legislative Assembly (৩ জুলাই ১৯৫৬)। Assembly Proceedings: official report। West Bengal Government Press। পৃষ্ঠা x। 
  2. Subodh Chandra Sarkar (১৯৫২)। Indian Parliament and state legislatures: being the supplement to Hindustan year book, 1952। M.C. Sarkar। পৃষ্ঠা 68। 
  3. West Bengal (India). Legislature. Legislative Assembly (১৯৭৪)। Who's who 1972: General Election, March 1972। West Bengal Legislative Assembly Secretariat। পৃষ্ঠা 36। 
  4. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952-1991। The Committee। পৃষ্ঠা 427। আইএসবিএন 9788176260282