তনুশ্রী দত্ত

ভারতীয় অভিনেত্রী

তনুশ্রী দত্ত (জন্ম: ১৯ মার্চ ১৯৮৪) একজন ভারতীয় সাবেক মডেল এবং অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। দত্ত ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন। একই বছর মিস ইউনিভার্সের সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি শীর্ষ দশজন চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন।[১][২][৩] ২০১৮ সালের সেপ্টেম্বরে থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করছেন।[৪]

তনুশ্রী দত্ত
তনুশ্রী দত্ত
জন্ম (1984-03-19) ১৯ মার্চ ১৯৮৪ (বয়স ৪০)
পেশাঅভিনেত্রী, মডেল
উচ্চতা৫' ৮"
উপাধি ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪
(বিজয়ী)
মিস ইউনিভার্স ২০০৪
(শীর্ষ ১০)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তানুশ্রী দত্ত জন্মগ্রহণ করেন ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি রক্ষণশীল বাঙালি হিন্দু পরিবারে। তিনি তার শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুনে জুনিয়র কলেজে লেখাপড়া করেন। মডেলিং জীবন অনুসরণ করার জন্য বিসিএমের প্রথম বছর শেষ করার পর তিনি কলেজ থেকে বাদ পড়েন। তার বোন ইশিতা দত্ত-ও একজন অভিনেত্রী ও মডেল।

কর্মজীবন সম্পাদনা

২০০৩ সালে, মুম্বাইয়ে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা তনুশ্রী দত্ত জিতেছিলেন; ফলস্বরূপ, তিনি মিস ইউনিভার্স ২০০৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন যা কোয়েটো, ইকুয়েডরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি শীর্ষ ১০ম চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে ছিলেন।

২০০৫ সালে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে, চকলেট এবং আশিক বানায় আপনে চলচ্চিতে অভিনয়ের মাধ্যমে। আশিক বানায়া আপনে চলচ্চিটি বক্স অফিসে ব্যর্থতা ছিল কিন্তু এর সঙ্গীত অল টাইম ব্লকবাস্টার রেকর্ড করেছিল।[৫]

মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে, তিনি হ্যারি আনন্দের একটি ভারতীয় পপ মিউজিক ভিডিও, "সাইয়ান দিল মিনা আনা রে" নামে একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। এটি একটি বিশাল জনপ্রিয় ছিল এবং পরবর্তীতে ২০০৩ সালে বেশ কয়েকটি স্টেজ শোতে অভিনয় করেছিল।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা
২০০৫ আসিক বানায়া আপন স্নাহা হিন্দি
ভীরভাদ্রা মালতি তেলুগু
চকোলেট: ডীপ ডার্ক সিক্রেটস সিমরান হিন্দি
২০০৬ ভাগাম ভাগ একটি গান বিশেষ উপস্থিতি
২০০৭ রাকীব: রিভাল্স ইন লোভে সোফিয়া
ঢোল রিতু
রিস্ক শ্রদ্ধা
গুড বয়, ব্যাড বয় দিনকি
স্পিড সানজানা
২০০৮ সাস বহু অর সেনসেক্স নিত্য
২০০৯ রামা: টি সাভিওর সামারা
2010 থীরাধ ভিলাইয়াত্তু পিল্লাই জ্যোতি তামিল
রোক্ক অনুষ্কা হিন্দি
অ্যাপার্টমেন্ট প্রীতি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Soumyadipta Banerjee (১২ ফেব্রুয়ারি ২০১০)। "If Kareena can do it, why not me: Tanushree Dutta"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১০ 
  2. "Tanushree At The Miss Universe 2004"Times of India। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১০ 
  3. Piali Banerjee (২৭ মার্চ ২০০৪)। "Tanushree Crowned Ponds Femina Miss India"Times of India। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১০ 
  4. The Quint (২০১৮-০৯-২৬), It Doesn’t Matter When Someone Is Speaking Out: Tanushree on Nana | The Quint, সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৭ 
  5. "Tanushree Dutta"IMDb 

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী
নিকিতা আনন্দ
মিস ভারত ইউনিভার্স
২০০৪
উত্তরসূরী
অমৃতা থাপার