ঢুষমারা থানা

কুড়িগ্রাম জেলার একটি থানা

ঢুষমারা থানা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি থানা

ঢুষমারা
থানা
ঢুষমারা থানা
ঢুষমারা বাংলাদেশ-এ অবস্থিত
ঢুষমারা
ঢুষমারা
বাংলাদেশে ঢুষমারা থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৩১′০৩″ উত্তর ৮৯°৪৬′০৬″ পূর্ব / ২৫.৫১৭৫২৭° উত্তর ৮৯.৭৬৮২৯১° পূর্ব / 25.517527; 89.768291
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৬৫০
ওয়েবসাইটপ্রতিষ্ঠানিক ওয়েবসাইট

পটভূমি সম্পাদনা

তিস্তাপাড়ে গড়ে ওঠা চরের ভাঙা-গড়ার মাঝেই ঢুষমারা থানা ১৯৭৬ সালে প্রথমে নৌ থানা হিসেবে যাত্রা শুরু করে। এরপর ১৯৮৩ সালে নৌ ও স্থল থানা হিসেবে কাজ শুরু হয়। দীর্ঘদিন একই থানায় নৌপুলিশ ও সাধারণ থানা পুলিশের কার্যক্রম চলমান ছিলো। সর্বশেষ ২০১৬ সালে ঢুষমারাকে পূর্ণাঙ্গ থানা হিসেবে ঘোষণা করা করে। তবে ঢাটিয়ার চরের থানার বর্তমান ঠিকানায় আসার আগে এই থানাও তিন বার ভাঙনের শিকার হয়। এমনকি বর্তমান ঠিকানার স্থান ভাঙায় অন্যত্র যেতে হয়েছিল। এই থানার আওতায় প্রায় ৪৮টি চর রয়েছে। তবে প্রতি বছর এই চরের সংখ্যা কমে বাড়ে। এর কারণ নদী ভাঙন।[১]

প্রশাসনিক এলাকাসমূহ সম্পাদনা

কুড়িগ্রাম জেলার অন্তর্গত চিলমারী উপজেলার ২টি ইউনিয়ন ও চর রাজিবপুর উপজেলার ১টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঢুষমারা থানার অধীন।[২]

ইউনিয়নসমূহ:

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দুর্গম থানা 'ঢুষমারা', বাহন একটি ট্রলার"barta24.com। বার্তা ২৪। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "কুড়িগ্রামে নৌ-থানা জরাজীর্ণ অবস্থায় : নিরাপত্তা নিয়ে শঙ্কা"jagonews24.com। জাগো নিউজ ২৪। ২৯ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা