ড্রাগন

কাল্পনিক জীব

আজদাহা (ইংরেজি: Dragon, প্রতিবর্ণীকৃত: ড্রাগন) হল এমন এক ধরনের কাল্পনিক জীব যা মুখ দিয়ে আগুন বের করতে পারে। এই জীবের অস্তিত্ব চীন, জাপান, কোরিয়া, ইন্দোচীন, মালয়েশিয়াইন্দোনেশিয়া ইত্যাদি দেশের উপকথায় পাওয়া যায়। পশ্চিমা শিল্পমাধ্যমে আজদাহা নিয়ে অনেক ছায়াছবি হয়েছে। মনে করা হয় এই জীব উড়তে পারে। আজদাহা বিভিন্ন দেশের জাতীয় পশু। ইন্দোনেশিয়া দেশে এক ধরনের সরীসৃপ দেখা যায় যার উজ্জ্বল জিভকে আগুন বলে ভুল হয়, এই জীব কোমোডো ড্রাগন নামে পরিচিত। এছাড়াও ফড়িংকে ইংরেজিতে ড্রাগন্ ফ্লাই বলে।

আজদাহা
দলকাল্পনিক
পুরাণপূর্ব এশিয়াইউরোপ
আবাসপর্বতমালা, সমুদ্র, আকাশ
১৮০৬ সালের ফ্রেডরিখ জাস্টিন বারটুচের একটি ডানাওয়ালা, অগ্নি-শ্বাস-প্রশ্বাসের আজদাহার উদাহরণ
বেইজিং-এর বেইহাই পার্কে নয়-আজদাহা প্রাচীরে খোদাই করা রাজকীয় চীনা আজদাহা
রাশিয়ান ভাইকিং জাহাজের ধনুকে আজদাহা। ২০১৯।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা