ডোটী জেলা
নেপালের জেলা
ডোটী জেলা (নেপালি: डोटी जिल्ला ), হচ্ছে নেপালের সুদূর পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের সেতী অঞ্চলের একটি জেলা। এই জেলার আয়তন ২,০২৫ কিমি২ (৭৮২ মা২)। দীপায়ল হচ্ছে এই জেলার সদরদপ্তর। ২০০১ সালের আদমশুমারি অনুসারে এজেলার লোকসংখ্যা হচ্ছে ২০৭,০৬৬ জন এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার লোকসংখ্যা ২১১,৭৪৬ জন।
ডোটী জেলা डोटी जिल्ला | |
---|---|
জেলা | |
নেপালের মানচিত্রে ডোটী জেলার অবস্থান | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | সুদূর পশ্চিমাঞ্চল |
অঞ্চল | সেতী |
সদরদপ্তর | Dipayal |
আয়তন | |
• মোট | ২০২৫ বর্গকিমি (৭৮২ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ২,১১,৭৪৬ |
• জনঘনত্ব | ১০০/বর্গকিমি (২৭০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
প্রধান ভাষা(গুলি) | Nepali |