ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর। মূলত ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, নমুনা নিয়ন্ত্রণের কাজ করে থাকে এ অধিদপ্তর।[১]
গঠিত | ৯ আগস্ট ২০২০ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | ১৪৫, নিউ বেইলী রোড, ঢাকা |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | ডিএনএ সংক্রান্ত |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
মহাপরিচালক | ডাঃ এ এম পারভেজ রহিম |
প্রধান প্রতিষ্ঠান | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় |
ইতিহাস
সম্পাদনাডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড বা ডিএনএ একটি নিউক্লিক অ্যাসিড। জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে এই ডিএনএ। সকল জীবের ডিএনএ জিনোম থাকে। ব্যক্তিবিশেষে নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এসবের অংশ হিসেবে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ জারি করে সরকার।[২] সে আইনের বলে ৯ আগস্ট, ২০২০ এ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর গঠিত হয়।[৩] এই আইনের পাশাপাশি ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিধিমালা, ২০১৮ এর অধীনেও অধিদপ্তরটি পরিচালিত হয়।[৪][১]
গঠন
সম্পাদনাব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ২৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৫]
- মহাপরিচালক: ১ জন
- পরিচালক: ১ জন
- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা: ২ জন
- উপ-পরিচালক: ১ জন
- উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা: ৯ জন
- সহকারী পরিচালক: ১ জন
- বৈজ্ঞানিক কর্মকর্তা: ৯ জন
- ল্যাবরেটরী টেকনোলজিস্ট: ১৮ জন
অধীনস্হ প্রতিষ্ঠান
সম্পাদনাএ অধিদপ্তরের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান:[৬]
- বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি[৭]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর"। bdnews24.com। ২০২৩-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪"। minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ ""ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর" নামে একটি অধিদপ্তর স্থাপন করা প্রসঙ্গে" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিধিমালা, ২০১৮" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর"। mowca.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রতিষ্ঠানসমূহ, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর" (পিডিএফ)। mowca.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।