ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি

ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। মূলত নিখোঁজ ব্যক্তি শনাক্ত, পিতৃত্ব ও মাতৃত্ব নির্ধারণ, অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ প্রতিষ্ঠানটি[১]

ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি
এনএফডিপিএল
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত২৩ জানুয়ারি ২০০৬; ১৮ বছর আগে (2006-01-23)
ধরনসরকারি
সদরদপ্তরনিউক্লিয়ার মেডিসিন ভবন, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবাডিএনএ সংক্রান্ত
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
প্রকল্প পরিচালক
ডাঃ এ এম পারভেজ রহিম, মহাপরিচালক
প্রধান প্রতিষ্ঠান
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
অনুমোদনডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

১৯৯৭ সালের জুন মাসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম প্রকল্প গ্রহণ করে। সে প্রকল্পের প্রথম পর্বে নির্যাতিত নারী ও শিশুদের সহযোগিতার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি কার্যক্রম শুরু করে। এর অর্থায়ন ও প্রযুক্তিগত দিক দিয়ে সাহায্য করে ড্যানিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (ড্যানিডা)। পরবর্তীতে ২০১০ সালে কর্মপরিধি বিস্তৃত করে ল্যাবরেটরিকে নিউক্লিয়ার মেডিসিন ভবনে স্থানান্তর করা হয়।[২] ব্যক্তিবিশেষে নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এসবের অংশ হিসেবে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ জারি করে সরকার।[৩] সে আইনের বলে ৯ আগস্ট, ২০২০ এ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর গঠিত হয়।[৪]সম্প্রতি এ ল্যাবরেটরিকে ৮ জানুয়ারি, ২০২৩-এ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে আনা হয়।[৫][১] ২রা জুলাই ২০২৩ ডাঃ এ এম পারভেজ রহিম প্রথম মহাপরিচালক হিসেবে নবগঠিত এই অধিদপ্তরে যোগদান করেন।

গঠন সম্পাদনা

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ১০ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:

  • মহাপরিচালক: ১ জন
  • পরিচালক: ১ জন
  • প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা: ২ জন
  • উপ-পরিচালক: ১ জন
  • উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা: ২ জন
  • সহকারী পরিচালক: ১ জন
  • বৈজ্ঞানিক কর্মকর্তা: ২ জন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি"mowca.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি বন্ধ"amarsangbad.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. ""ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর" নামে একটি অধিদপ্তর স্থাপন করা প্রসঙ্গে" (পিডিএফ)dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি" (পিডিএফ)dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২